প্রবীণদের জন্য পৃথক হেল্প ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : স্মার্ট কার্ড বিতরণে প্রবীণদের জন্য পৃথক হেল্প ডেস্ক করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (ইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।
বৃহস্পতিবার রাজধানীর সিদ্বেশ্বরী গার্লস কলেজে দক্ষিণ সিটি করপোরেশনের ভোটারদের স্মার্ট কার্ড বিতরণ পরিদর্শনকালে সিইসি সাংবাদিকদের এই কথা জানান।
কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, ‘নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সতর্ক করে বলা হয়েছে প্রবীণ এবং প্রতিবন্ধীদের জন্য আলাদা হেল্প ডেস্ক খুলতে। যাতে খুব অল্প সময়ে ও কোন ধরনের কষ্ট ছাড়াই তারা সেবা নিতে পারেন।’
প্রবাসীরা কীভাবে স্মার্ট কার্ড পাবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, প্রবাসীদের জন্য আলাদা ব্যবস্থা নেওয়া হবে। সকলকেই আমরা এই স্মার্ট কার্ডের আওতায় আনতে চাই।
তিনি বলেন, স্মার্ট কার্ডের বিতরণ সরকারি বন্ধের দিনেও চলবে। ঢাকা শহরে ও সারা দেশে পর্যায়ক্রমে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত ভোটারদের স্মার্ট কার্ড দেওয়া হবে। এ ছাড়া কেউ যদি স্মার্ট কার্ডের ঠিকানা বা তথ্য পরিবর্তন করে তাহলে তা পরিবর্তন করে দেওয়া হবে। এ জন্য নির্বাচন কমিশন কার্যালয়ে আলাদা ব্যবস্থা করা হবে।