প্রযুক্তি বিস্তারে শিক্ষার কোন বিকল্প নেই : ঠাকুরগাঁওয়ে সাংসদ দবিরুল

এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় ৩৮ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ এপ্রিল) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের আয়োজন ৩৮ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। পরে একই মঞ্চে জাতীয় বিজ্ঞন ও প্রযুক্তি সপ্তাহ, জাতীয় শিক্ষা দিবস, সৃজনশীল মেধা অন্বেষণের পুরস্কার বিতরণ ও ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানসমূহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো: দবিরুল ইসলাম।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও ঠাকুরগাঁও জেলা শিক্ষা সচিব (আইসিটি) আবু রাফা মো: আরিফ, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান, উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, সমিরউদ্দীন স্মৃতি কলেজের অধ্যক্ষ বেলাল রব্বানী, বালিয়াডাঙ্গী বি.এম কলেজের অধ্যক্ষ সাদেকুল ইসলাম, শহীদ আকবর আলী কলেজের অধ্যক্ষ ড. তৈয়বা খাতুন, লাহিড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলমগীর, বড়পলাশবাড়ী ইসলামিক আলিম মাদরাসার অধ্যক্ষ কুসুম উদ্দীনসহ আরও অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মো: দবিরুল ইসলাম বলেন, ‘মানুষের ঘরে ঘরে প্রযুক্তি পৌছাতে হলে শিক্ষার প্রয়োজন। শিক্ষা ছাড়া প্রযুক্তির ব্যবহার অসম্ভব। ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ প্রদান করলেই হবে না। বরং প্রতিটি মানুষকে বিদ্যুতের ব্যবহার জানতে হবে।’

তিনি আরও বলেন, সারাদেশে ২০২১ সালের মধ্যে শতভাগ বিদ্যুত প্রদান নিশ্চিত হবে কিন্তু ঠাকুরগাঁও-২ আসনে আগামী ২০১৮ সালের মধ্যে শতভাগ বিদ্যুৎ প্রদান নিশ্চিত করবেন বলেও জানান তিনি।

আলোচনা সভা শেষে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৭ এর বিষয়ভিত্তিক প্রতিযোগিতায় উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

উল্লেখ্য, এসময় উপজেলার সকল প্রতিষ্ঠানের প্রধান, ম্যানেজিং কমিটির সভাপতি, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।