প্রযুক্তি যখন হাতের মুঠোয়

প্রযুক্তি যখন হাতের মুঠোয়, তখন আমরা কেন এর সর্বোচ্চ ব্যবহারটি করব না? খেলা থেকে শুরু করে পড়াশুনা, চাকরি, রান্না ইত্যাদি নানা কাজে আমরা অ্যাপ ব্যবহার করে থাকি। আজ আপনাদের এমন কিছু অ্যাপ দেয়া হল যা আপনারা হাতের এন্ড্রয়েড সেটে সহজেই ডাউনলোড করে নামিয়ে নিতে পারেন এবং তা বিনামূল্যেঃ

১) Brain Cafe: এই অ্যাপের মাধ্যমে আপনি কুইজের মাধ্যমে ভূ-তাত্বিক নানা বিষয় সম্পর্কে জানতে পারবেন।

২) Sky Map: গুগলের তৈরি এই অ্যাপটি নামিয়ে আপনি ক্যামেরাটি আকাশের দিকে ধরলে নানা কিছু সম্পর্কে তথ্য পাবেন।

৩) Periodic Table: এর মাধ্যমে আপনি পর্যায় সারণীর সকল মৌল সম্পর্কে জানতে পারবেন। এতে অডিও বুক সংযুক্ত করা আছে যার মাধ্যমে শুনতে শুনতে মূল্যবান তথ্য জানতে পারবেন।

৪)  Study checker: কত সময় ধরে পড়াশোনা করলেন কিংবা কতটুকু পড়াশোনা করলেন, তা জানতে পারবেন এই অ্যাপের সাহায্যে।

৫) Myscript Calculator: এটি একটি ক্যালকুলেটর অ্যাপ। এর সাহায্যে আপনি প্রয়োজনীয় গাণিতিক সব সমস্যার সমাধান করতে পারবেন।

৬) Edmodo: এটিকে বলা হয় “শিক্ষার ক্ষেত্রে ফেসবুক”। এর সাহায্যে আপনি বন্ধু ও শিক্ষকদের সাথে পড়াশুনা সম্পর্কিত সকল বিষয়ে অবগত থাকতে পারবেন।

৭) NASA app: এই অ্যাপের সাহায্যে আপনি নাসার দেয়া নানা ছবি, ভিডিও ইত্যাদি বেশ সহজেই দেখে নিতে পারবেন।