প্রশ্নফাঁসের তথ্য পেলে মন্ত্রণালয়ে জানাবেন

নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো তথ্য পেলে সঙ্গে সঙ্গে মন্ত্রণালয় বা সংশ্লিষ্টদের জানানোর অনুরোধ জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।

রোববার সমাপনী পরীক্ষায় লালবাগ অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ অনুরোধ জানান।

মন্ত্রী বলেন, ‘ফেসবুক কিংবা অন্যান্য সামাজিক মাধ্যমে প্রশ্নফাঁস সংক্রান্ত কোনো তথ্য যদি কারো কাছে থাকে তাহলে মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষে (০২৯৫১৫৯৭৭) অথবা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে (৫৫০০৭৪৯৩৯) জানালে বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রশ্নফাঁসের প্রমাণ মিললে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা আগামী বছরও থাকছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ওখান থেকে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এটি চলবে।’

মন্ত্রী এ সময় কে এম বশির উদ্দিন সরকারি স্কুল, নীলক্ষেত সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আশেপাশের কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন।

রোববার বেলা ১১টায় সারা দেশে একযোগে শুরু হয়েছে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। শেষ হবে দুপুর দেড়টায়। প্রথম দিন প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীতে ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এবার উভয় পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৩২ লাখ ৩০ হাজার ২৮৮ জন। গত বছর পরীক্ষার্থী ছিল ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ জন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ২৪ হাজার ২২৬ জন।

এবার প্রাথমিক সমাপনীতে ২৯ লাখ ৩০ হাজার ৫৭৩ জন ও ইবতেদায়ি সমাপনীতে ২ লাখ ৯৯ হাজার ৭১৫ জন ছাত্রছাত্রী অংশ নিচ্ছে। এর মধ্যে প্রাথমিক সমাপনীতে বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থী অংশ নিচ্ছে ২ হাজার ৮৫৭ জন, ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে ৯০ জন।

মোট ছয়টি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি বিষয়ে ১০০ করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা হবে। প্রতিটি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় বেশি বরাদ্দ থাকবে।

সারা দেশে ৭ হাজার ১৯৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রাথমিক সমাপনীর জন্য দেশের বাইরে ১১টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। পরীক্ষা শেষ হবে আগামী ২৭ নভেম্বর।

পরীক্ষার বিস্তারিত সময়সূচি : প্রাথমিক সমাপনীতে ২০ নভেম্বর ইংরেজি, ২১ নভেম্বর বাংলা, ২২ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২৩ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৪ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা ও ২৭ নভেম্বর গণিত পরীক্ষা হবে।

ইবতেদায়ি সমাপনীতে ২০ নভেম্বর ইংরেজি, ২১ নভেম্বর বাংলা, ২২ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান, ২৩ নভেম্বর আরবি, ২৪ নভেম্বর কোরআন ও তাজবিদ এবং আকাইদ ও ফিকহ্, ২৭ নভেম্বর গণিত বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।