প্রশ্নফাঁসে বিমানের ২৬ কর্মচারীসহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নিজস্ব প্রতিবেদকঃ নিয়োগ পরীক্ষার দুর্নীতির অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৬ কর্মচারীসহ ৩০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে গোয়েন্দা পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা, গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আলমগীর হোসেন পাটোয়ারী গত ২২ জুন ওই অভিযোগপত্র জমা দেন। তবে বিষয়টি গণমাধ্যমকর্মীরা আজ জানতে পারেন।

প্রসিকিউশন পুলিশের উপ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান বলেন, আগামী ১৩ জুলাই অভিযোগপত্রটি মহানগর হাকিম মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালতে উপস্থাপন করা হবে। তিনি অভিযোগপত্র গ্রহণের যাবতীয় আনুষ্ঠানিকতা সেরে সেটা ঢাকার সাইবার ট্রাইবুনালে পাঠাবেন।

অভিযোগপত্রে নাম রয়েছে বিমানের এমটি অপারেটর জাহাঙ্গীর আলম, মো. মাসুদ, মো. মাহবুব আলী, এনামুল হক, মাহফুজুল আলম, এমএলএসএস মো. জাহিদ হাসান, হারুন অর রশিদ, সমাজু ওরফে সোবাহান, জাকির হোসেন, অফিস সহায়ক আওলাদ হোসেন এবং হেলপার জাবেদ হোসেনের।

২০২২ সালের ২১ অক্টোবর বিমানের চালকসহ বেশ কয়েকটি পদে নিয়োগের লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠলে শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিত করা হয়।

ওই ঘোষণায় তাৎক্ষণিকভাবে পরীক্ষাকেন্দ্রের সামনে বিক্ষোভ শুরু করেন চাকরিপ্রার্থীরা। পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অনিবার্য কারণে’ পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

প্রশ্নফাঁসের এ ঘটনায় বিমানবন্দর থানায় ২০২২ সালের ২৬ অক্টোবর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।

সে সময় বিমানের পাঁচ কর্মীকে গ্রেফতার করা হয়েছিল।