প্রস্তাবিত বাজেটকে সুন্দর- এরশাদ

জ্যেষ্ঠ প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রস্তাবিত বাজেটকে সুন্দর বাজেট মন্তব্য করে এটির বাস্তবায়ন চান জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

রাজধানীর হোটেল ইম্পেরিয়ালে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টি আয়োজিত ইফতার পার্টি অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকারের প্রস্তাবিত এবারের বাজেট এ যাবৎকালের সর্ববৃহৎ বাজেট। সুন্দর বাজেট, শুনতে ভাল লাগে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বর্তমান সরকার বৃহৎ বাজেট বাস্তবায়ন করতে পারে কিনা।

‘সর্ববৃহৎ বাজেট হলেও দেখতে হবে এটি জনকল্যাণমূলক কিনা, বাস্তবায়ন করতে পারে কিনা। তবে প্রত্যাশা রাখি সরকার যেন বাজেট বাস্তবায়ন করতে পারে’ মন্তব্য করেন এরশাদ।

বাজেটের কারণে জনভোগান্তি যেন না বাড়ে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়ে জাপা চেয়ারম্যান বলেন, এর মধ্যে জিনিসপত্রের দাম চড়া। বাজেটের কারণে যদি আরো বেড়ে যায় তাহলে জনগণের কষ্ট হবে, ভোগান্তি বাড়বে। এ বিষয়টি সরকারকে খেয়াল রাখতে হবে।

বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা জানিয়ে এরশাদ বলেন, মাহে রমজানের ১০দিন রহমত। এই রহমতের দিনে মহান আল্লাহর কাছে রহমত চাই। আল্লাহর রহমতে যেন বাংলাদেশে ইসলাম সুপ্রতিষ্ঠিত হয়। মসজিদ-মাদ্রাসায় আবদ্ধ না রেখে শান্তির ধর্ম ইসলামের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান সাবেক এ রাষ্ট্রপতি।

জাপা ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে সেক্রেটারি জহিরুল আলম রুবেলের পরিচালনায় ইফতার পার্টিতে বক্তব্য রাখেন জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবু নাছের ওয়াহিদ ফারুক, খেলাফত মজলিসের মহাসচিব মাহফুজুল হক, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শাহ আলম মুরাদ।

সভাপতির বক্তব্যে সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেন, জাপা ইসলামি মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দল। পার্টির চেয়ারম্যানই এদেশে মুসলমানদের পাশাপাশি অন্য ধর্মাবলম্বীদের নিরাপদে বসবাস ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছেন।

‘যারা জাতির জনক বঙ্গবন্ধু, দেশের স্বাধীনতা ও পল্লীবন্ধু এরশাদের ঘোষণা ‘মুক্তিযোদ্ধারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান’ মানবে না তারা দেশ ও জাতির শত্রু’ বলেন জাতীয় পার্টির এ শীর্ষ পর্যায়ের নেতা।

ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন জাপা মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার এমপি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এমপি, লিয়াকত হোসেন খোকা এমপি, নূর ই হাসনা লিলি চৌধুরী এমপি, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন রাজু, জহিরুল ইসলাম জহির, আরিফ খান প্রমুখ।