প্রাক্তন আইআরএ নেতা ম্যাকগিনেস আর নেই

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর আয়ারল্যান্ডের প্রাক্তন ডেপুটি ফার্স্ট মিনিস্টার মার্টিন ম্যাকগিনেস আর নেই। মঙ্গলবার ৬৬ বছর বয়সে তার মৃত্যু হয়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। তিনি হৃদরোগে ভুগছিলেন।

মার্টিন ম্যাকগিনেস ছিলেন আইরিশ রিপাবলিকান আর্মির (আইআরএ) কট্টরপন্থি গেরিলা নেতা। তিনি দীর্ঘদিন ধরে ব্রিটেন থেকে উত্তর আয়ারল্যান্ডকে বিচ্ছিন্ন করার জন্য সশস্ত্র সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। ১৯৯৮ সালে গুড ফ্রাইডে শান্তি চুক্তির মধ্য দিয়ে আইএরএ সরকারের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করে নেয় এবং তার অবস্থান পাল্টায়। ২০০৭ সালে তিনি উত্তর আয়ারল্যান্ডের ডেপুটি ফার্স্ট মিনিস্টার হন। গত জানুয়ারিতে ক্ষমতাসীন ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টির একটি জ্বালানি কেলেঙ্কারির ঘটনাকে ইস্যু করে বিক্ষোভের পরিপ্রেক্ষিতে পদত্যাগ করেন ম্যাকগিনেস।

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে এক শোকবানীতে বলেছেন, ‘তিনি ছিলেন একজন পুরোদস্তুর রিপাবলিকান, যিনি ক্লান্তিহীনভাবে শান্তি ও সমন্বয় এবং দেশের পুনঃএকত্রিকরণে কাজ করেছেন।’

লেবার পার্টির নেতা জেরেমি করবিন বলেছেন, ‘ মার্টিন ম্যাকগিনেস উত্তর আয়ারল্যান্ডে শান্তি ফিরিয়ে আনতে বিশাল ভূমিকা পালন করেছেন। তিনি ছিলেন বিশাল মাপের পারিবারিক বন্ধু এবং আমার চিন্তাভাবনা তাদের মতোই।’