প্রাতিষ্ঠানিক দুর্বলতাই দুর্নীতির মূল কারণ

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, প্রাতিষ্ঠানিক দুর্বলতাই দুর্নীতির মূল কারণ। আর এই দুর্নীতি নির্মূল ছাড়া কোনো অবস্থাতেই অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সম্ভব নয়।

মঙ্গলবার কুমিল্লার বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট (বার্ড) মিলনায়তনে এক কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

দুদক চেয়ারম্যান থার্ড ইন্টারন্যাশনাল ইন্টিগ্রেটিভ রিসার্চ কনফারেন্স অন ডেভেলপমেন্ট, গভর্নেস অ্যান্ড ট্রান্সফরমেসন শীর্ষক কনফারেন্সের উদ্বোধন করেন।

দুদক চেয়ারম্যান বলেন, বিশ্বের মাত্র ১০ ভাগ ধনী মানুষ প্রায় ৮৫ ভাগ সম্পদ ভোগ করছে, কিন্তু সামাজিক উন্নয়ন হচ্ছে প্রতিটি মানুষের উন্নয়ন চেষ্টার সমন্বিত ফলাফল। বৈষম্যমূলক যে কোনো উন্নয়নই টেকসই উন্নয়ন হতে পারে না। বিশ্বে আমরা দেখছি লিঙ্গ, জাতিগত পরিচয়, বয়স, প্রতিবন্ধী ইত্যাদি কারণে অনেক মানুষ উন্নয়নের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন। তবে সুষম উন্নয়নের জন্য প্রয়োজন অন্তর্ভুক্তিমূলক অভিগমন।

ইকবাল মাহমুদ আরো বলেন, পৃথিবীতে নির্যাতনকারীরা ক্ষমতা ও অবৈধ সম্পদ ভোগ করার জন্য যুগে যুগে নির্যাতিতদের ওপর নির্যাতন করে আসছে। তবে আশার কথা হচ্ছে আজকের বিশ্বে নির্যাতনকারীদের অনেক ক্ষেত্রেই সাংবিধানিকভাবে দুষ্ট শক্তি হিসেবে চিহ্নিত করা হচ্ছে। আর তাই জাতিসংঘ কর্তৃক ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের কথা বলা হয়েছে।

তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধে প্রয়োজন দক্ষ এবং জবাবদিহিমূলক আমলাতন্ত্র, কার্যকর বিচারিক প্রক্রিয়া, ট্রেড অ্যান্ড কমার্স রেগুলেশন, মৌলিক স্বাস্থ্য ও শিক্ষার নিশ্চয়তা ইত্যাদি। দুর্নীতি দমন কমিশন এর আইন অনুযায়ী দুর্নীতি দমন ও প্রতিরোধে কাজ করছে। এ ক্ষেত্রেও সমন্বিত উদ্যোগের প্রয়োজন।

কনফারেন্সে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জিয়ানজিন লি, কানাডার গপ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আহমেদ শফিকুল হক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক আকা ফিরোজ প্রমুখ।