প্রান্তিক জনগোষ্ঠীর প্রয়োজন ও চাহিদা মতো উন্নয়ন হচ্ছে না

উন্নয়ন হলেও প্রান্তিক জনগোষ্ঠীর প্রয়োজন ও চাহিদা মতো উন্নয়ন হচ্ছে না বলে মন্তব্য করেছেন সারা দেশ থেকে আসা নাগরিক প্রতিনিধিরা। তারা বলেন, সরকারের উন্নয়নের অর্থ দুর্নীতি ও অদক্ষতার কারণে প্রান্তিক মানুষের কাছে পৌঁছাচ্ছে না।

এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত ‘জাতীয় উন্নয়ন এবং স্থানীয় বাস্তবতা’ শীর্ষক জনশুনানীতে নাগরিক প্রতিনিধিরা এসব কথা বলেন।

শনিবার (৩ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এ জনশুনানী শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে পাওয়ার পয়েন্টের মাধ্যমে তাদের এসব বক্তব্য তুলে ধরা হয়।

শুনানীতে সভাপতিত্ব করছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রেহমান সোবহান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নুর, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি, রুমিন ফারহানা এমপি প্রমুখ।

অনুষ্ঠানে সারা দেশের বিভিন্ন এলাকা থেকে নাগরিক প্রতিনিধিরা তাদের বক্তব্য তুলে ধরেন।