প্রিম্যাচিউরড বেবি বড় হওয়ার পরেও নানা ধরনের সমস্যা হয়

স্বাস্থ্য ডেস্কঃ সময়ের আগেই জন্ম নেওয়া প্রিম্যাচিউরড বেবি বড় হওয়ার পরেও নানা ধরনের সমস্যা হয়। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ৪৪ লক্ষ মানুষের ওপর করা এক সমীক্ষায় জানিয়েছে, ৩৭ সপ্তাহের আগে যেসব শিশুর জন্ম হয়, বড় হয়ে তাদের সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা অন্যদের তুলনায় ২২ শতাংশ কম থাকে।

এছাড়াও বিশেষজ্ঞরা বলেন:

• প্রিম্যাচিউরড শিশুরা বড় হওয়ার অনেকদিন পরেও অত্যন্ত লাজুক থাকে

• এমনকি অনেকেই সমাজ থেকে দূরে সরিয়ে রাখে নিজেদের

• তারা অন্যদের তুলনায় কম রোমান্টিক হয়

• যৌন জীবন সম্বন্ধেও আগ্রহ হারায় খুব তাড়াতাড়ি

• অনেকের মানসিক বিকাশ এবং গঠন পরিপূর্ণ হয় না

• রোগ প্রতিরোধের ক্ষমতা কম থাকতে পারে

• শুধু শারীরিক, মানসিক ভাবেই নয় অনেক ক্ষেত্রেই পিছিয়ে থাকে এসব বাচ্চা।

প্রিম্যাচিউরড বাচ্চাদের এসব সমস্যা কাটিয়ে উঠতে পরিবারের সবার ভালোবাসা ও যত্নের প্রয়োজন। তাদের রাখতে হয় বেশ সাবধানে, আর যত্নও নিতে হয় অন্যদের চেয়ে বেশি। আর সামাজিক সব ধরনের কাজে বেশি বেশি সমৃক্ত করতে পারলে এই শিশুরাও ধীরে ধীরে সামাজিক হয়ে উঠবে।

রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় খুব সহজেই তারা অসুস্থ হয়ে যায়, এজন্য যেকোনো সমস্যায় অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।