প্রয়োজন হলে স্টাইকিং ফোর্স হিসেবে নির্বাচন কমিশন সেনা মোতায়েন

জ্যেষ্ঠ প্রতিবেদক : নির্বাচনে যখন যেখানে প্রয়োজন সেখানেই স্টাইকিং ফোর্স হিসেবে নির্বাচন কমিশন সেনা মোতায়েন করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার দুপুরে সচিবালয়ে ঈদপরবর্তী পর্যালোচনায় সম্প্রতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সেনা মোতায়েনের দাবির প্রেক্ষিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন, জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন, নির্বাচনে তারা যেভাবে স্টাইকিং ফোর্স হিসেবে সেনা মোতায়েন করেছিলেন, দায়িত্ব পালন করেছেন ঠিক একইভাবে স্টাইকিং ফোর্স হিসেবে সেনা মোতায়েন হবে। ইলেকশন কমিশনই তা করবে। যখন যেখানে প্রয়োজন হবে সেনাবাহিনী মোতায়েন করা হবে। স্টাইকিং ফোর্স হিসেবে সেনা মোতায়েন সংবিধানেও আছে। বেগম জিয়া তার বাইরে কিছুই করেননি।’

বিএনপি চেয়ারপারসনের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বেগম জিয়া ক্ষমতায় ছিলেন। তার আমলে অনেক নির্বাচন হয়েছে। কোথায়, তখন তো সেনা মোতায়েন করা হয়নি।’

‘উনি (খালেদা জিয়া) সাত দিন নয়, এক দিন আগেও সেনাবাহিনী দেননি। যেটা নিজে প্র্যাকটিস করেননি, সেটা করতে অন্যদের কেন উপদেশ দিচ্ছেন?’ যোগ করেন কাদের।

সুইস ব্যাংকে টাকা জমা নিয়ে খালেদার সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, ‘তারেক-কোকোর কেচ্ছাকাহিনী বাংলাদেশের সবাই জানেন। দেশে নয়, বিদেশের আদালতেও এটি প্রমাণিত। আমাদের কারো বিরুদ্ধে এমন কোনো প্রমাণ নেই।’