ফকিরহাট মহিলা কলেজ থেকে ৪জন জেলার শ্রেষ্ঠত্ব অর্জন

এম এম সি মেহেদী হাসান ঃ বাগেরহাটের ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রী কলেজ থেকে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ এর এবার বিভিন্ন ক্যাটাগরিতে অধ্যক্ষ সহ ৪জন জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন মানদন্ড যাচাই বাছাইয়ের মাধ্যমে বাগেরহাট জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, শ্রেষ্ঠ শিক্ষক হয়েছেন একই কলেজের ইংরেজী প্রভাষক গৌরিষ বালা, শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন অত্র কলেজের ছাত্রী প্রিয়াংকা বর্মন ও একই কলেজ থেকে একক অভিনয়ে জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন অনন্যা অধিকারী। কলেজ থেকে ৪জন জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করায় বৃহস্পতিবার দুপুর ১টায় তাদেরকে কলেজের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে জেলার সেরা ৪জনকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরন করে নেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক কাউন্সিলের সাধারন সম্পাদক দেবদুলাল বসু চম্পক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত অধ্যক্ষ অমিত রায় চৌধুরী ও প্রভাষক গৌরিষ বালা, শিক্ষক প্রতিনিধি তাপস কুমার বিশ^াস ও মনোতোষ রায় কেষ্ট, প্রভাষক শচীন্দ্রনাথ রায়, পরিমল কান্তি মন্ডল, মোঃ হায়দার আলী, মধুসুদন কুমার দাম সংবর্ধিত ছাত্রী প্রিয়াংকা বর্মন ও অনন্যা অধিকারী, ছাত্রী সৈয়দ সানিয়া ইসলাম, নবনিতা রায় প্রমুখ। এসময় উক্ত কলেজের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।