ফকিরাপুলে মানবপাচারকারী চক্রের তিন সক্রিয় সদস্যকে আটক

ঢাকা: রাজধানীর ফকিরাপুলে মানবপাচারকারী চক্রের তিন সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

আটক তিনজন হলেন-আবুল বাসার (৪৫), কামরুজ্জামান (৪৪) ও ওসমান গণি (৪৭)।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-৩ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অপারেশন কর্মকর্তা এ বি এম ফয়জুল ইসলাম।

তিনি বলেন, রাজধানীর পল্টন থানার ফকিরাপুল এলাকায় কিছু অসাধু ব্যক্তি বিদেশে পাঠানোর নামে গ্রামের সহজ সরল সাধারণ জনগণের পাসপোর্ট তৈরি করে। দীর্ঘদিন ধরে পাসপোর্ট তৈরির নামে নগদ অর্থ জোরপূর্বক নিজেদের কাছে আটকে রেখে প্রতারণা করে আসছিল। এমন গোপন খবরের ভিত্তিতে রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ফকিরাপুল এলাকায় র‌্যাব-৩ এর একটি দল অভিযান চালিয়ে ওই চক্রের তিন সদস্যকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৬৫টি পাসপোর্ট, ২০টি জন্ম নিবন্ধনের সার্টিফিকেটসহ আনুষঙ্গিক কাগজপত্র জব্দ করা হয়।

আটক তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও তিনি জানান।