ফরজ গোসলে শরীরের কোন অংশ শুকনো থাকলে সে পবিত্র হবে কি না

ফরজ গোসল শেষ হওয়ার ৫/১০ মিনিট পর— যদি কেউ বুঝতে পারে যে, তার কোনো একটা অঙ্গ শুকনো রয়ে গেছে; সেক্ষেত্রে তাকে কি নতুন করে আবার গোসল করতে হবে? নাকি যে জায়গাটুকু শুকনো রয়ে গেছে, তা ধুলেই হবে?

ফরজ গোসলের সময় সারা শরীরে পানি ঢালতে হয়। যেন কোনো অঙ্গ যেন সামান্যও যেনো শুকনা না থাকে। সামান্য স্থান শুকনো থাকলেও পূর্ণাঙ্গ গোসল হয় না। আর পূর্ণাঙ্গ গোসল না হলে সে পবিত্রও হবে না। সুতরাং ফরজ গোসলের শেষে কোনো উপায়ে যদি জানা যায় যে, শরীরের কোনো অঙ্গের কোথাও শুকনো রয়ে গেছে; তা হলে শুধু শুকনো জায়গা পানি দিয়ে ধুয়ে নিলেই হবে। নতুন করে গোসল করতে হবে না।

আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.)-এর সূত্রে বর্ণিত এক হাদিসে এসেছে, এক ব্যক্তি নবী কারিম (সা.)-এর নিকট এসে জিজ্ঞাসা করল যে, কেউ ফরজ গোসল করেছে, কিন্তু তার কোনো একটি অঙ্গে পানি পৌঁছেনি। (এখন তার করণীয় কী?) রাসুল (সা.) বললেন, সে ওই অঙ্গটি ধুয়ে নিয়ে নামাজ পড়বে। (আল-মুজামুল কাবির, তবারানি : ১০/২৩১)