ফরহাদ মজহারকে অপহরণের কোনো প্রমাণ পাওয়া যায়নি

নিজস্ব প্রতিবেদক : গোয়েন্দাদের তদন্তে কবি ও কলামিস্ট ফরহাদ মজহারকে অপহরণের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে মাদকবিরোধী সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ফরহাদ মজহার অপহরণ মামলার তদন্তভার গত বৃহস্পতিবার মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। এর আগে এটি আদাবর থানা তদন্ত করছিল।

এ কে এম শহীদুল হক বলেন, ‘ডিবি এটি তদন্ত করছে। এখনো পর্যন্ত ফরহাদ মজহার অপহরণের কোনো প্রমাণ তারা পাননি।’

ডেইলি অভজারভারের ফটোসাংবাদিক আশিক মোহাম্মদকে ইয়াবা মামলায় ফাঁসানোর অভিযোগ সম্পর্কে সাংবাদিকরা প্রশ্ন করলে পুলিশের মহাপরিদর্শক বলেন, এ বিষয়ে আমি জানি না। যদি এমন ঘটনা ঘটে থাকে, তাহলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেব, যেন তদন্ত কমিটি গঠন করা হয়। অভিযোগ প্রমাণিত হলে দোষিদের শাস্তি দেওয়া হবে।