ফরহাদ মজহারকে ‘অপহরণের’ ঘটনা গুরুত্ব দিয়ে তদন্ত

নিজস্ব প্রতিবেদক : কবি, কলামিস্ট ও সাহিত্যিক ফরহাদ মজহারকে ‘অপহরণের’ ঘটনা গুরুত্ব দিয়ে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।

কারা তাকে অপহরণ করেছে, নাকি তিনি স্বেচ্ছায় বাসা থেকে বের হন- তদন্তে নিশ্চিত করা হবে বলে পুলিশ কর্মকর্তারা বলছেন।

বুধবার সকালে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন বলেন, ‘সবেমাত্র মামলাটি গোয়েন্দাদের কাছে এসেছে। এখন উদ্ধার হওয়া মোবাইল এবং যে মোবাইল দিয়ে ফরহাদ মজহারের পরিবারের কাছে ফোন করে মুক্তিপণ চাওয়া হয়েছিল, তা ঘিরেই তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। সেক্ষেত্রে শিগগিরই খুলবে অপহরণ রহস্যের জট।’

গোয়েন্দা পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, ‘এখন ওই দুটি মোবাইল নম্বর অপারেটর কোম্পানিতে পাঠানো হয়েছে। রেজিস্ট্রেশন আছে কি না, তা যাচাই-বাছাইয়ের জন্য পাঠানো হয়েছে। এখন পর্যন্ত ওই দুটি নম্বরের বিস্তারিত আসেনি। এরপরই তা নির্বাচন কমিশনে নিয়ে গিয়ে খোঁজ নেওয়া হবে। পাশপাশি রাসায়নিক পরীক্ষাও করা হবে। পাশপাশি কবি ফরহাদ মজহার, তার বন্ধু-বান্ধব ও নিকট স্বজনদের কাছে তদন্তের জন্য যাওয়া হবে। উদ্ধার হওয়া ব্যাগটি নিয়ে প্রশ্ন ওঠায় তারও তদন্ত করা হবে। এর মধ্যে যে টাকা ও মোবাইল পাওয়া গেছে সেগুলোর রাসায়নিক পরীক্ষার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এজন্য আদালতে আবেদন করা হবে।’

উল্লেখ্য, সোমবার ভোরে মোহাম্মদপুরের আদাবরের হক গার্ডেনের বাসা থেকে বের হন ফরহাদ মজহার। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। একই দিন রাত সাড়ে ১১টায় যশোরের নোয়াপাড়ায় একটি বাস থেকে তাকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তার কাছ থেকে একটি ব্যাগও পাওয়া যায়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে আদালতে তাকে নিজ জিম্মায় পরিবারের কাছে যাওয়ার অনুমতি দেন।