ফরাসি প্রেসিডেন্টের বক্তৃতা সময় দুর্ঘটনাবশত পুলিশের এক স্নাইপারের গুলিতে দুজন আহত

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম ফ্রান্সে একটি অনুষ্ঠানে প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদের বক্তৃতা দেওয়ার সময় দুর্ঘটনাবশত পুলিশের এক স্নাইপারের গুলিতে দুজন আহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ভিলোগনন শহরে এ ঘটনা ঘটে।

একটি রেলওয়ে লাইন উদ্বোধন করতে ভিলোগনন শহরে গিয়েছিলেন ওঁলাদ। সেখানে প্যান্ডেল ঘেরা একটি স্থানে ভাষণ দিচ্ছিলেন তিনি। প্যান্ডেল থেকে ১০০ মিটার দূরে একটি ছাদে অবস্থান নিয়েছিল পুলিশের একজন স্নাইপার। ওঁলাদের ভাষণ চলাকালে ওই স্নাইপার অবস্থান পরিবর্তন করছিলেন। এ সময় হোঁচট খেলে তার রাইফেল থেকে গুলি বের হয়ে যায়। গুলি শামিয়ানা ভেদ করে প্যান্ডেলের যে স্থানে পানীয় প্রস্তুত করা হচ্ছিল সেখানে হোটেলের প্রধান ওয়েটার ও রেলওয়ে কর্মীকে আহত করে। তবে তাদের কারো আঘাতই গুরুতর নয়।

গুলির শব্দ শুনে কিছুক্ষণের জন্য ওঁলাদের ভাষণ স্থগিত থাকে। পরে তিনি বলেন, ‘আশা করছি গুরুতর কিছু হয়নি।’ভাষণ শেষে আহতদের দেখতে যান তিনি।

স্থানীয় এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই স্নাইপারের অস্ত্রের সেফটি ক্যাচ খোলা ছিল। তাই ঝাঁকি খাওয়ার সঙ্গে সঙ্গে গুলি বের হয়ে যায়।

ভিলোগননের স্থানীয় সরকার প্রধান পিয়েরে এন’গাহানি জানিয়েছেন, এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।