ফাঁদে ফেলে ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ!

ক্রীড়া প্রতিবেদক : ফাঁদে ফেলে ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ!

ঢাকা টেস্ট শেষে সংবাদ সম্মেলনে টাইগার দলপতি মুশফিকুর রহিম সেরকম কিছুই ইঙ্গিত দিলেন।

সফরকারী ইংল্যান্ডের জন্য স্পিনের ফাঁদ পেতেছিল বাংলাদেশ। সেই স্পিনেই ধরাশয়ী ইংল্যান্ড।

রোববার ঢাকা টেস্ট শেষে সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিম বলেন, ‘ইংল্যান্ড আসবে তখন থেকেই প্রস্তুতি নিয়েছিলাম যে, এমন উইকেট বানাব যেন তিন থেকে চার দিনে ম্যাচ শেষ হয়! যে উইকেটে আমাদের স্পিনাররা অনেক সাহায্য পাবে এবং ইংল্যান্ডের ব্যাটসম্যানদের অনেক সমস্যা হবে।’

চট্টগ্রাম ও ঢাকা টেস্ট মিলিয়ে ইংল্যান্ডকে দুই ইনিংসেই অলআউট করেছে বাংলাদেশ। বল হাতে তিন স্পিনার দারুণ ভেল্কি দেখিয়ে জয় তুলে নিয়েছে। অভিষিক্ত মিরাজ ক্যারিয়ারের প্রথম সিরিজেই দ্যুতি ছড়িয়েছেন। সমানতালে পারফর্ম করে গেছেন সাকিব আল হাসান। আর তাইজুল ইসলাম আনসাং হিরো। সব মিলিয়ে মোট ৪০ উইকেটের মধ্যে তিন স্পিনার নিয়েছেন ৩৮ উইকেট। ১টি উইকেট নিয়েছেন পেসার কামরুল ইসলাম রাব্বী, ১টি রানআউট হয়েছে।

নিজেদের পরিকল্পনা নিয়ে মুশফিক আরো বলেন, ‘আমরা চট্টগ্রাম টেস্টে অনেক ভালো খেলেছি। ওটা যে উইকেট ছিল তিন বা সাড়ে তিন দিনের বেশি হয় তো যাওয়ার কথা ছিল না। আমাদের টিম ম্যানেজমেন্ট বা আমাদের খেলোয়াড়দের যে পরিকল্পনা ছিল সেটা বাস্তবায়ন করেছে এবং আমাদের ব্যাটসম্যান ও বোলাররা অনেক ভালো খেলেছে। এ জন্যই হয়েছে। অনেক সাধনার পর কোনো একটা জিনিস পাওয়া গেলে অবশ্যই ভালো লাগে। পূর্বপরিকল্পিতই ছিল যে আমরা এমন অবস্থা তৈরি করব।’

কোচ চন্ডিকা হাথুরুসিংহে সিরিজ জিততে না পারার আক্ষেপে পুড়ছেন। চট্টগ্রাম টেস্টে ২২ রানের হার কোনোভাবেই মেনে নিতে পারছেন না কোচ। তবে মুশফিকের চিন্তা ভিন্ন। সিরিজ নিয়ে তার বক্তব্য, ‘হতাশা নেই বা আক্ষেপও নেই। কারণ আমরা যে সুযোগটা প্রথম টেস্টে পেয়েছি সেখান থেকে শিখে আমরা দ্বিতীয় টেস্টটা জিতেছি। বড় একটা অর্জন বাংলাদেশ দলের জন্য। এ শিক্ষা অবশ্যই আমাদের পরবর্তীতে ভালো করতে উদ্বুদ্ধ করবে।’

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ২২ রানের জয় তুলে নিয়েছিল ইংল্যান্ড। দ্বিতীয় টেস্টে ইংলিশদের ১০৮ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ। নিশ্চিতভাবেই এ জয় আগামীতে ভালো করতে অনুপ্রাণিত করবে।