ফার্মেসি খোলা রাখার সময়সীমা জানালেন ডিএসসিসি মেয়র

রাজধানীর অলিগলিতে ওষুধের দোকান রাত ১২টা পর্যন্ত ও হাসপাতালের পাশে রাত ২টা পর্যন্ত খোলা থাকবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস।

বুধবার (২৪ আগস্ট) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গত ২২ আগস্ট বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে কোন্ ধরনের প্রতিষ্ঠান কতক্ষণ খোলা রাখা যাবে, তা নির্ধারণ করে ডিএসসিসি। প্রতিষ্ঠানের ধরনভেদে এ সময়সীমা নির্ধারণ করা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা উল্লেখ করে ডিএসসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী জ্বালানির অব্যাহত মূল্যবৃদ্ধিজনিত পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে রাত ৮টার পর দোকান, শপিংমল, মার্কেট, বিপণি বিতান, কাঁচাবাজার বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়।

নির্দেশনা অনুযায়ী, ডিএসসিসির এখতিয়ারধীন এলাকায় ১ সেপ্টেম্বর সকাল থেকে সব দোকানপাট, শপিংমল, মার্কেট, বিপণি বিতান, কাঁচাবাজার, ব্যবসায়িক বা বাণিজ্যিক প্রতিষ্ঠান ও স্থাপনা, চলচ্চিত্র প্রেক্ষাগৃহ, চিত্ত-বিনোদনমূলক প্রতিষ্ঠান ইত্যাদির সময়সূচি নির্ধারণ করে দেয়া হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সব ধরনের দোকানপাট, শপিংমল, মার্কেট, বিপণি বিতান, কাঁচাবাজার, ব্যবসায়িক বা বাণিজ্যিক প্রতিষ্ঠান ও স্থাপনা রাত ৮টায় বন্ধ হবে। রান্না করা হয় এমন রেস্তোরাঁ রাত ১০টায় এবং খাবার সরবরাহ করা হয় এমন রেস্তোরাঁ রাত ১১টায় বন্ধ হবে।