ফাহাদ হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

জাবি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুর ১ টা থেকে পৌনে ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা গেট সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা।

প্রায় দুইঘণ্টা ধরে চলা এ অবরোধে ঢাকা-আরিচা মহাসড়কে আটকে পড়ে সহস্রাধিক যানবাহন। অবরোধ স্থল থেকে শুরু করে নবীনগর ও সাভার পর্যন্ত রাস্তার দুইধারে শুরু হয় তীব্র যানজট।

এর আগে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষর্থীরা।মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে জয়বাংলা গেটে গিয়ে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এছাড়া আগুন জ্বালিয়ে ফাহাদ হত্যাকারীদের বিচার দাবি জানান তারা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, ফেসবুকে লেখালেখির জন্য বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যা করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।