ফিলিপাইনের রাজধানী ম্যানিলা গেলেন এলজিআরডি মন্ত্রী

সচিবালয় প্রতিবেদক : ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিতব্য সিরডাপ এর পরিচালনা পর্ষদের ২৩তম ও নির্বাহী কমিটির ৩১তম সভায় যোগ দিতে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বুধবার সকালে জানান, মন্ত্রী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গত রাতে ঢাকা ত্যাগ করেছেন।

সিরডাপ এর পরিচালনা পর্ষদের সদস্য দেশগুলো এ সভায় অংশগ্রহণ করবে। ১৩ অক্টোবর সভা অনুষ্ঠিত হবে। সভায় সদস্য দেশসমূহের দারিদ্র্য দূরীকরণে গত বছরে গৃহীত কর্মকাণ্ডের সফলতা ও ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় নির্ধারণ করার কথা রয়েছে।

মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব (মন্ত্রীর একান্ত সচিব) মুহম্মদ ইব্রাহিম। আগামী ১৪ অক্টোবর শনিবার মন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।