ফিলিপাইনে জেল ভেঙে ১৫০ বন্দির পলায়ন

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনে জেল ভেঙে প্রায় ১৫০ বন্দি পালিয়েছে।

দেশটির দক্ষিণাঞ্চলের একটি কারাগারে সংঘবদ্ধ বন্দুকধারীরা হামলা চালালে পালিয়ে যেতে সক্ষম হয় ওইসব বন্দিরা।

কর্তৃপক্ষ মনে করছে, ইসলামি বিচ্ছিন্নতাবাদীরা এই হামলা চালিয়ে থাকতে পারে। ফিলিপাইনে অনেক আগে থেকে ক্যাথলিক খ্রিষ্টানরা সংখ্যাগরিষ্ঠ। তবে কয়েক দশক ধরে দেশটির দক্ষিণাঞ্চলকে স্বাধীন করার চেষ্টা করছে ইসলামি বিচ্ছিন্নতাবাদীরা।

মরো ইসলামিক লিবারেশন (এমআইএলএফ) ও আবু সায়াফ নামের সংগঠন দুটি ফিলিপাইনে দীর্ঘদিন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তারা ফিলিপাইনের মুসলিমদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য লড়ছে।

বুধবার সকালে মিন্দানাও দ্বীপের কিডাপাওয়ান শহরের কাছে নর্থ কটাব্যাটো ডিস্ট্রিক্ট জেলে বন্দুকধারীরা হামলা চালায়। এ সময় এক নিরাপত্তারক্ষী নিহত হন।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন।