ফেনীতে পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টার উদ্বোধন


সৈয়দ মনির অাহমদ, ফেনী প্রতিনিধি:

ফেনীতে নির্যাতিত নারী ও শিশুদের অভিযোগ শুনতে এ প্রথম চালু হয়েছে পুলিশের ভিকটিম সাপোর্ট এন্ড ওয়ান স্টপ ফর পুলিশ ক্লিয়ারেন্স সেন্টার।
বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সেন্টারের উদ্বোধন করেন পুলিশ সুপার রেজাউল হক পিপি এম। এসময় পুলিশ সুপার বলেন, এটা শুধু নির্যাতন প্রতিরোধ সেল নয়। এখানে নির্যাতিতদের আশ্রয় ও নিরাপত্তা দেয়া হবে। পাশাপাশি পুলিশ ক্লিয়ারেন্স নিতে আসা কাউকে যাতে ভোগান্তিতে পড়তে না হয় সেই জন্য ওয়ান স্টপ ফর পুলিশ ক্লিয়ারেন্স সাপোর্ট সেন্টার খোলা হয়েছে। এছাড়া থানায় এসে কেউ নির্যাতনের অভিযোগ জানালে তাকে সরাসরি ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠিয়ে দিতে থানার ওসিদের প্রতি নির্দেশনা দেন পুলিশ সুপার।

সেবা গ্রহীতাদের যাতে কোনো ধরনের সমস্যা বা বিড়ম্বনায় পড়তে না হয় সেজন্য পুলিশ সদস্যদের হুঁশিয়ারি করে দেন তিনি। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আলম আলম সরকার, এএসপি অামিরুল অালমসহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।