ফেনীর স্থগিত হওয়া ১২ ইউপি নির্বাচন ৩১ অক্টোবর

সৈয়দ মনির অাহমদ,  ফেনী।
ফেনীর ১২ ইউপিতে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে আগামী ৩১ অক্টোবর।
ইউনিয়নগুলো হলো ফেনী সদর উপজেলার বালিগাঁও এবং ধর্মপুর। ফুলগাজী উপজেলার ফুলগাজী সদর ইউনিয়ন,মুন্সীরহাট,দরবারপুর,আনন্দপুর,জিএমহাট ও আমজাদহাট ইউনিয়ন।
পরশুরাম উপজেলার মীর্জানগর,চিথলিয়া ও বক্সমাহমুদ ইউনিয়ন এবং ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের স্থগিত ১ টি ভোট কেন্দ্রে মেম্বার পদে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।
তন্মমধ্যে বালিগাঁও,ধর্মপুর ও পাঠাননগরে প্রার্থীদের পুনরায় মনোনয়নপত্র দাখিল করতে হবেনা।

ফুলগাজী ও পরশুরামের যে ৯টি ইউপিতে পুনঃভোট হবে সেগুলোতে মনোয়নপত্র দাখিলের শেষ দিন ৬ অক্টোবর। যাচাই-বাছাই ৭ অক্টোবর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ১৪ অক্টোবর।

ইসির উপ- সচিব ফরহাদ আহম্মদ খাঁন থেকে এই তথ্য জানা গেছে। সোমবার বিকালে বা  মঙ্গলবার স্থগিত এসব ইউপির নির্বাচনের তফসিল ঘোষনা করবে নির্বাচন কমিশন।