ফেসবুকে নির্বিচারে গুলি ছোঁড়ার ঘটনা লাইভ প্রচার

আন্তর্জাতিক ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নির্বিচারে গুলি ছোঁড়ার ঘটনা লাইভ প্রচার করেছে যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডের এক ব্যক্তি। এ ঘটনায় ১৩জন নিহত হয়েছে বলে দাবি করেছে ওই ব্যক্তি। তবে পুলিশ একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

সোমবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। পুলিশ এ ঘটনায় জড়িত স্টিভ স্টিফেনস নামের ওই ব্যক্তিকে খুঁজছে।

ক্লিভল্যান্ড পুলিশ জানিয়েছে, শহরের বাইরের থেকে আসা কয়েকজন ফোন করে পুলিশকে ফেসবুকে পোস্ট করা একটি ভিডিওর কথা জানায়। স্টিফেনের ফেসবুক পেজে রোববার বিকেলে পোস্ট করা ওই ভিডিওতে দেখা গেছে, সে অজ্ঞাত এক ব্যক্তির মাথায় বন্দুক তাক করে আছে। কিছুক্ষণের মধ্যেই সে ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।

পৃথক একটি ভিডিওতে স্টিফেন জানিয়েছে, সে ১৩ জনকে হত্যা করেছে।

তবে ক্লিভল্যান্ডের পুলিশ প্রধান ক্যালভিন উইলিয়াম জানিয়েছেন, তারা এ পর্যন্ত একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন। অন্যদের কোথায় হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি।

উইলিয়াম আরো জানিয়েছেন, স্টিফেনকে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।

তিনি বলেছেন, ‘আজ রাতেই এর উপসংহার টানা হবে। স্টিফেনকে আমরা সড়ক থেকেই গ্রেপ্তার করতে পারব।’