ফৌজদারি কার্যবিধির ১৬০ ধারার অপব্যবহার রোধে রুল

নিজস্ব প্রতিবেদক : ফৌজদারি কার্যবিধির ১৬০ ধারার অপব্যবহার রোধে কেন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে ফৌজদারি কার্যবিধির ১৬০ ধারার অপব্যবহার করায় গাজীপুর জেলার গোয়েন্দা পুলিশ শাখার উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমানকে আগামী ৪ ডিসেম্বর স্বশরীরে আদালতে হাজির হতে বলা হয়েছে।

সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আগামী দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, আইজিপি, গাজীপুরের এসপি, ওসি ডিবি গাজীপুর ও উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. উজ্জ্বল হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

আইনজীবী উজ্জ্বল হোসেন বলেন, ফৌজদারি কার্যবিধির ১৬০ ধারার ক্ষমতাবলে কেবল নিয়মিত মামলার তদন্তের স্বার্থে সাক্ষীদেরকে ডাকতে পারেন তদন্তকারী সংস্থা। কিন্তু গত ৬ নভেম্বর গাজীপুর জেলার গোয়েন্দা শাখার পুলিশের উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান গাজীপুরের ক্যাকটাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এর এমডি আশিষ কুমার শর্মাকে ব্যবসায়ী লেনদেনের আর্থিক দেনা-পাওনা নিয়ে চিঠি ইস্যু করেন। চিঠিতে তার কার্যালয়ে হাজির হতে বলা হয়।

এই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন আশিষ কুমার শর্মা। সোমবার রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি করেন।