ফ্রেন্ডস্ প্যারাডাইস বাংলাদেশের একটি মহান উদ্যোগ ‘রক্তদান’

রেজাউর রহমান চৌধুরীঃ প্রতিদিন আমাদের আশে-পাশে নানা কারণে জরুরী কিছুর রক্তের প্রয়োজন হয় । সেই প্রয়োজনে মানবতার সেবায় ফ্রেন্ডস্ প্যারাডাইস বাংলাদেশ ও রক্ত দাতা গ্রুপ ।

“সেবাই বেঁচে থাকুক মানবতা”]

“”Donate blood and feel the real peace in mind and soul ”

(Friends paradise Bangladesh group )

“সমাজিক উন্নয়নে আমরা বদ্ধ পরিকর”

বি.দ্র. : ফ্রেন্ডস্ প্যারাডাইস বাংলাদেশ ও রক্ত দাতা গ্রুপ এর সকল সদস্য দের আপনজন মুমূর্ষু অবস্থায় বিনা মুল্যে রক্তের প্রয়োজনে যদি আপনি যদি লক্ষীপুর অথবা ঢাকার বসবাস কারি হয়ে থাকেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

যে বিষয়ে লক্ষ রাখতে হবে।

১। রক্তের গ্রুপ কি।

২। হাসপাতালের নাম ও ঠিকানা।

৩। আপনার মোবাইল নাম্বার।

৪। কত বেগ রক্ত লাগবে এবং সময় ও তারিখ।

ফ্রেন্ডস্ প্যারাডাইস বাংলাদেশ গ্রুপের কমিটিদের সাথে যোগাযোগ করতে বলা হল।

নিম্ন লিখত কমটিদের সাথে যোগাযোগ করলেই হবে:

১। সাফওয়ান খান (স্বপন) -সভাপতি

মোবাইল : 01676118885/01811265444

২।মো:রাকিব – সহ: সভাপতি

মোবাইল 01833845315

৩। মো: মশিউর রহমান – সহ: সাংগঠনিক সম্পাদক

মোবাইল: 01676118885

৪। রাসেদ মাহমুদ- সহ: সাধারন সম্পাক

মোবাইল :01724639658

৫। সাব্বির মাহমুদ – কোষাধ্যক্ষ

মোবাইল :01840483247

এই চাড়াও গ্রুপের অন্যআন্য কমিটির সাথে যোগাযোগ করতে পারেন।

উপরোক্ত তথ্য সঠিক ভাবে বুজে গ্রুপে পোষ্ট দিলে আপনার রক্তের ব্যবস্থা করার জন্য প্রানপ্রন চেষ্টা করাহবে অবশয়ী এক দিন আগে যানাবেন।

সার্বিক ব্যবস্থাপনা

ফ্রেন্ডস্ প্যারাডাইস বাংলাদেশ গ্রুপ