বইমেলার ঢুকতে প্রত্যেককে তল্লাশি করা হবেঃ ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, অমর একুশে বইমেলার জন্য ফেব্রুয়ারি মাসজুড়ে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে। মেলায় ঢুকতে প্রত্যেককে তল্লাশি করা হবে।

বৃহস্পতিবার ডিএমপি সদর দপ্তরে ‘নিরাপত্তা বিষয়ক’ সভায় তিনি এ কথা বলেন ডিএমপি কমিশনার।

আসন্ন একুশে বইমেলার নিরাপত্তা সভায় কমিশনার বলেন, ‘মেলার ভেতর ও বাইরে পর্যাপ্ত সাদা ও পোশাক পরিহিত পুলিশ থাকবে। সিসিটিভি দিয়ে মেলার চারপাশে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। ইভটিজিং ও অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে থাকবে পুলিশের ফুট ও মোটর সাইকেল প্যাট্রলিং। এছাড়া ওয়াচটাওয়ার, ফায়ার টেন্ডার ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা। আশপাশ হকারমুক্ত করা হবে।’

সভায় পুলিশ কর্মকর্তাদের কমিশনার বলেন, ‘কোনোপ্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য মেলায় আলাদা গেট থাকবে। দর্শনার্থীকে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর দ্বারা তল্লাশি করে মেলায় প্রবেশ করতে হবে। একই সঙ্গে যদি কোনো লেখক ও প্রকাশকের বিশেষ নিরাপত্তার প্রয়োজন হয় তাহলে তা দিতে হবে। নতুন বই মেলায় আসলে বাংলা একাডেমি তা যাচাই-বাছাই করবে। বাংলা একাডেমির স্টিকার ছাড়া কোনো গাড়ি মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবে না।’

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বাংলা একাডেমি কর্তৃপক্ষ, লেখক ও প্রকাশক সংস্থার প্রতিনিধি, সরকারি বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।