বক্তব্যের মাঝে ট্রাম্পকে থামিয়ে দিলেন যাজক

আন্তর্জাতিক ডেস্ক: একটি গির্জায় বক্তব্য দেওয়ার মাঝে ডোনাল্ট ট্রাম্পকে থামিয়ে দিলেন এক যাজক।

ট্রাম্পের উদ্দেশে যাজক বলেন, ‘আপনাকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ করা হয়নি।’ বক্তব্য মঞ্চে কাগজপত্র গোছাতে গোছাতে ট্রাম্প বলেন, ‘ওহ, ওহ, ওকে, ঠিক আছে।’

বুধবার যুক্তরাষ্ট্রের মিশিগানের ফ্লিন্টে কৃষ্ণাঙ্গদের বেথেল মেথোডিস্ট গির্জায় বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানানো হয় প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে। বক্তব্যে তিনি তার প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনকে আক্রমণ করছিলেন। এমন সময় তাকে থামিয়ে দেন গির্জার যাজক এবং তাকে স্মরণ করিয়ে দেন, রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য তাকে আমন্ত্রণ করা হয়নি।

রয়টার্স অনলাইনের এক খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

বক্তব্যের মাঝে থামিয়ে দেওয়ার পর ট্রাম্প আর বেশি কথা বলেননি। ফ্লিন্টের পানীয় জলের অব্যবস্থাপনা নিয়ে কিছু কথা বলে বিদায় নেন তিনি।

ফ্লিন্ট শহরে পানীয় জলের সংকটের বিষয়টি পরিদর্শনে যান ট্রাম্প। তার উদ্দেশ্য মূলত কৃষ্ণাঙ্গ ভোটারদের কাছাকাছি পৌঁছানো। কিন্তু আগাম জরিপে দেখা যাচ্ছে, কৃষ্ণাঙ্গদের ভোটারদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হিলারি ক্লিনটন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হবে ৮ নভেম্বর। নির্বাচনে হিলারি-ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে।