বখাটের ছুরিকাঘাতে আহত পোশাক শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাভার : প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানে বখাটের ছুরিকাঘাতে আহত পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

ওই পোশাক শ্রমিকের নাম কল্পনা আক্তার (২৩)।

বৃহস্পতিবার সকালে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটার ইনচার্জ নাসির হোসেন।

তিনি জানান, প্রচুর রক্তক্ষরণের কারণে তাকে মৃত্যুর হাত থেকে বাঁচানো যায়নি। তার মাথায় এলোপাথাড়ি কোপানো হয়েছে। দুই হাতের দুটি রগও কেটে দেওয়া হয়েছিল।

এর আগে বুধবার সকালে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নিজ কর্মস্থলে যাওয়ার পথে কল্পনাকে ছুরিকাঘাত করে সিরাজুল নামে এক বখাটে যুবক। সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর নতুনপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই সিরাজুলকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে জনতা। তবে বিষয়টি বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে প্রকাশ পায়।

নিহত কল্পনা আক্তার স্থানীয় অ্যাপারেলন্স ফোর নামে একটি কারখানার কোয়ালিটি ইনচার্জ।

এ বিষয়ে কল্পনার মা সাংবাদিকদের বলেন, বেশ কিছুদিন ধরে তার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল প্রতিবেশী যুবক সিরাজুল। বারবার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছিল কল্পনা। এর জেরে বুধবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে কল্পনাকে ছুরিকাঘাত করে সিরাজুল। কল্পনার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আশঙ্কাজনক অবস্থায় তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।