বঙ্গবন্ধুর ভাষণ স্বীকৃতিতে ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়ায় ঠাকুরগাঁওয়ে আনন্দ শোভাযাত্রা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায়
রবিবার সকালে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর “Memory of The World lnternational Register” এ অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভের অসামান্য অর্জনকে উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁও পৌরসভাধীন সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসা চত্বরে এক আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এ উপলক্ষ্যে ঠাকুরগাঁও জেলা প্রশাসন চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা প্রাঙ্গনে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সালান্দর ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব রফিকুল ইসলাম, উপাধ্যক্ষ মাওলানা আবুল হাসান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন শাহজাহান নেওয়াজ, মাওলানা আব্দুল্লাহ, আনছারুল ইসলাম,মাওলানা আব্দুল মান্নান, রশিদা প্রমুখ। এর আগে সহকারী শিক্ষক রেজওয়ানুর রহমান, আক্তারুজ্জামান, মিস্টার জিন্নাত , ক্বারী মোজাম্মেল হক, আব্দুর রশিদ ,আনোয়ার হোসেন, আনিসুর রহমান, নূর ইসলাম , ফজলুর রহমান সহ ছাত্র-ছাত্রীবৃন্দ।

পরে অধ্যক্ষ রফিকুল ইসলাম বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ইউনেস্কোর স্বীকৃতি লাভে মহান নেতার উপর শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন।