বঙ্গবন্ধুর ভাষনকে ইউনেস্কোর স্বীকৃতি দেয়ায় মোরেলগঞ্জে ছাত্রলীগের আনন্দ মিছিল

মোঃরফিকুল ইসলাম, মোরেলগঞ্জঃ স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বাধীনতা ঘোষনার ঐতিহাসিক ৭ মার্চ ভাষনকে ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি দেয়ার অভিনন্দন ও আনন্দ মিছিল করেছে বাগেরহাটের মোরেলগঞ্জ এস এম কলেজ ছাত্রলীগ।

বাংলাদেশ ছাত্রলীগ মোরেলগঞ্জ এসএম কলেজ শাখার উদ্যোগে সকালে মিছিল পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এস এম কলেজ ছাত্রলীগ সভাপতি মো.বায়জীদ শিকদাররে সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক শ্রী নিপুন রায়, উপজেলা ছাত্রলীগ সভাপতি ওবায়দুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক আবু ফয়েজ নিশাত, পৌর ছাত্রলীগ সভাপতি মনির হোসেন রাজ্জাক, ও কলেজ শাখার সাধারন সম্পাদক মো. নেয়ামুল ইসলাম নাঈম। বঙ্গবন্ধুকে ঐতিহাসিক ৭ মার্চ ভাষনকে ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’হিসেবে স্বীকৃতি দেয়ায় ইউনেস্কোকে তার অভিনন্দন জানিয়ে বক্তৃতা রাখেন।