বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরঃ দুই মাদ্রাসা ছাত্রের জবানবন্দি

কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর মামলায় গ্রেফতার দুই মাদ্রাসা ছাত্র, জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। এ নিয়ে গ্রেফতারকৃত চারজনই জবানবন্দি দিলো।

রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় অভিযুক্ত নাহিদ ও মিঠুনকে। এরপর বিকেলে তারা ভাংচুরে জড়িত থাকার কথা স্বীকার করলে, বিচারক দেলোয়ার হোসেনের এজলাসে জবানবন্দি রেকর্ড করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, জাতির জনকের ভাস্কর্য ও ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত দুই মাদ্রাসা ছাত্র ভাঙচুরে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

গত ৫ ডিসেম্বর মধ্যরাতে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুর করা হয়। এ ঘটনায় মামলা হবার পর, সিসিটিভি ফুটেজ দেখে মাদ্রাসার দুই শিক্ষার্থী ও দুই শিক্ষককে সনাক্ত করে, ৭ ডিসেম্বর তাদের গ্রেফতার করা হয়।