বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে যশোরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জেলা মুক্তিযোদ্ধা চেতনা বাস্তবায়ন মঞ্চ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড যশোর শাখার উদ্যোগে বুধবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় শহরের বকুলস্থ বঙ্গবন্ধুর ম্যুরালের পাশে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার রবিউল আলমের সভাপতিত্বে মানববন্ধনে দুই শতাধিক মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা বলেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করছে তারা পাকিস্তানি দোসর বিএনপি-জামাত এখনো বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে। যে কারণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে বিরোধীতা করছে। মৌলবাদী ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।

সেই সঙ্গে দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনারও দাবি তোলেন তারা।