বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো স্বীকৃতি দেয়ায় চিরিরবন্দরে আনন্দ মিছিল ও শোভাযাত্রা

মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্য’ওয়ার্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’ এ অর্ন্তভুক্তর মাধ্যমে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভের অসামান্য অর্জন উপলক্ষে সারাদেশের ন্যায় দিনাজপুরের চিরিরবন্দরে আনন্দ মিছিল ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় চিরিরবন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও ৭ মার্চের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষনের উপর প্রতোযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশগ্রহন করে। উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম রব্বানী সভাপত্বিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আইয়ুবুর রহমান শাহ্ ,সাধারন সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মনজুরুল হক। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তরুবালা রায়,

উপজেলা কৃষি অফিসার মো:মাহমুদুল হাসান, চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ মো:হারেসুল ইসলাম, সমবায় অফিসার মো: মোস্তাফিজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো:ওবাইদুর রহমান, উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার মো: সেলিম রেজা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিমউদ্দিন গোলাপ সরকার, সাংগঠনিক সম্পাদক গোলাম আজম জিএ পারভেজ,আমেনা বাকি রেসিডেন্সিয়াল স্কুলের এন্ড কলেজের অধ্যক্ষ মো: মিজানুর রহমান,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সকল সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ইউপি চেয়ারম্যানবৃন্দ উপজেলা বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ ছাত্রলীগ আওয়ামীলীগ এর সকল অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী ও আপামর জনসাধারন অংশগ্রহন করেন।