বঙ্গভবনে রাষ্ট্রপতি সঙ্গে সেতুমন্ত্রী ও প্রধান বিচারপতি বৈঠক

নিজস্ব প্রতিবেদক : ষোড়শ সংশোধনীর রায় নিয়ে চলমান বিতর্কের মধ্যে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

সোমবার বঙ্গভবনে এই তিনজনের মধ্যে বৈঠক হয়। বৈঠকে ওবায়দুল কাদের ষোড়শ সংশোধনী নিয়ে দলীয় সিদ্ধান্ত রাষ্ট্রপতিকে জানান।

প্রসঙ্গত, গত ৩ জুলাই প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৭ সদস্যের আপিল বেঞ্চ সংবিধানে ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচারপতি অপসারণ করার ক্ষমতা জাতীয় সংসদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছিল, তা অবৈধ ঘোষণা করে রায় দেন। এরপর ১ আগস্ট ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলও খারিজ করে দেন আদালত।

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়কে ইস্যু করে বিচারবিভাগ, সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে পাল্টাপাল্টি বক্তব্যে শোরগোল শুরু হয়।