বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব সেতুর পিলারে মালবোঝাই কার্গোর ধাক্কা

বরিশাল-খুলনা মহাসড়কে পিরোজপুরের কঁচা নদীর ওপর নির্মিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে মালবোঝাই একটি কার্গো জাহাজ ধাক্কা দিয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে সেতুতে ধাক্কা দেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।

রাত ১০টার দিকে ফেসবুকে ছড়িয়ে পড়া ১ মিনিট ১৩ সেকেন্ডের ভিডিওটি দেখা যায়। ভিডিওটিতে দেখ যায়, রাতের বেলা একটি মালবোঝাই কার্গো জাহাজ দ্রুতগতিতে এসে সেতুর পিলারের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এ সময় সেতুর ওপরে থাকা লোকজন চিৎকার দিয়ে কার্গো জাহাজকে সতর্ক হতে বলছে। কিন্তু কার্গোটি সরাসরি এসে সেতুর পিলারে সঙ্গে ধাক্কা দেয়। এরপর কার্গো জাহাজটি দ্রুত চালিয়ে চলে যায়।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান জানান, এ বিষয় আমরা কিছু জানি না; খোঁজ নিয়ে দেখব ঘটনাটি।