বজ্রপাতে কিশোরগঞ্জে ৩ জনের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ সদর ও নিকলী উপজেলায় বজ্রপাতে দুই জেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো দুই জেলে।

সোমবার দুপুরের দিকে বজ্রপাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের সাজনপুর গ্রামের আলী হোসেনের ছেলে নূরুল ইসলাম (২০), মৃত সুনাম উদ্দিনের ছেলে রুস্তম আলী (৩৬) ও কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের কাটাখালী গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে নিজাম উদ্দিন।

আহত সাজনপুর গ্রামের ফজলু মিয়ার ছেলে মোকারম হোসেন (২২) ও ওসমানের ছেলে আসাদ মিয়াকে (৩০) আশঙ্কাজনক অবস্থায় বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার দুপুরে নিকলীর ছাতিরচর হাওরে মাছ ধরছিলেন স্থানীয় চার জেলে। এ সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত শুরু হলে গুরুতর আহত হন চার জেলে।

আশঙ্কাজনক অবস্থায় তাদের বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নুরুল ইসলাম ও রুস্তম আলীকে মৃত ঘোষণা করেন।

এদিকে দুপুরের দিকে বাড়ির পাশে জমিতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলে নিহত হন যশোদল কাটাখাল গ্রামের কৃষক নিজাম উদ্দিন।

কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন ও নিকলী থানার অফিসার ইনচার্জ মুঈদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।