বদরুলের বিচার দ্রুতবিচার ট্রাইব্যুনালে করতে সরকার ইতিবাচক

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, খাদিজার উপর হামলাকারী বদরুলের বিচার দ্রুতবিচার ট্রাইব্যুনালে করতে সরকার ইতিবাচক।

স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন খাদিজাকে বৃহস্পতিবার দেখে রেব হয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ্টা একটা ভিন্ন এবং জঘন্যতম ঘটনা। কোপানোর ধরনে বোঝা যায়, এটা কোনো মানুষের কাজ না। বদরুলের প্রতি ঘৃণা জানানোর ভাষা আমার নেই।’

তিনি বলেন, চিকিৎসকদের সঙ্গে তিনি কথা বলেছেন। খাদিজা এখনো লাইফ সাপোর্টে আছে। তার অবস্থার উন্নতি বা অবনতি সম্পর্কে এখনো কিছু বলা যাচ্ছে না।

‘আইনশৃঙ্খলার অবনতির কারণে প্রকাশ্যে খাদিজাকে কুপিয়ে যখম করা হয়েছে’- বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহম্মেদ চৌধুরীর এমন অভিযোগের  বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ ধরনের নৃশংসতা মাঝে মধ্যে হয়। তার মানে এই না যে, আইনশৃ্ঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। যদি আইনশৃঙ্খলার অবনতি হতো, তাহলে মানুষ ঘর থেকে বের হতো না। কিন্তু এই ঘটনার বিচারের দাবিতে মানুষ রাজপথে নেমেছে।’

খাদিজার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে মন্ত্রী আরো বলেন, খাদিজার সুচিকিৎসা হোক এবং সে দ্রুত সুস্থ হয়ে উঠুক এটাই প্রত্যাশা।