বনায়নে ঘাটতি সাড়ে ২৭ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : পরিবেশের উন্নয়নে বনায়নের মহাপরিকল্পনা বাস্তবায়নে ঘাটতি সাড়ে ২৭ হাজার কোটি টাকা।

মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে বনায়ন মহাপরিকল্পনা উপস্থাপনকালে এ তথ্য জানানো হয়।

মহাপরিকল্পনায় বলা হয়েছে, বনায়নের জন্য ৬ লাখ ২০ হাজার হেক্টর জায়গায় বৃক্ষরোপণ করা প্রয়োজন। এজন্য প্রয়োজন ৩৭ হাজার ৫০০ কোটি টাকা। কিন্তু সরকার থেকে পাওয়া যাবে ১০ হাজার কোটি টাকা। এর ফলে ঘাটতি হবে সাড়ে ২৭ হাজার কোটি টাকা।

জলবায়ু পরিবর্তনের কারণে সুন্দরবনে ঝুঁকি বাড়ছে। মাটি ও পাহাড়ের ওপর জৈবিক চাপ বাড়ছে। ২০৫০ সাল নাগাদ গ্রীষ্মকালে তাপমাত্রা বাড়বে দেড় থেকে ২ ডিগ্রি, শীতকালে আড়াই থেকে ৩ ডিগ্রি। এ সময় ট্রপিক্যাল সাইক্লোন বাড়বে ২ থেকে ১১ শতাংশ।

৬৫ দশমিক ৮ শতাংশ বনভূমি মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে ( ২০০৫ সালের ডাটা অনুযায়ী)। বর্তমানে পরিস্থিতির আরো অবনতি হয়েছে। মূলত জনবল সংকট, দুর্বল ব্যবস্থাপনা, তথ্য প্রযুক্তির যথাযথ প্রয়োগ এ খাতে লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে চ্যালেঞ্জ।