বন্ধ করে দেওয়া হল কঙ্গনার টুইটার অ্যাকাউন্ট

বলিউডের ‘বিতর্কিত কুইন’ খ্যাত নায়কা কঙ্গনা রানাউত। প্রায়ই বেফাঁস মন্তব্য করে খবরের শিরোনাম উঠেন আসেন তিনি। এবার এই বিজেপি সমর্থক অভিনেত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে কটাক্ষ করে টুইট করেন। আর তাতেই সাময়িক ভাবে বন্ধ রাখা হল অভিনেত্রী কঙ্গনা রানাউতের টুইটার অ্যাকাউন্ট।

প্রথম টুইটে কঙ্গনা লেখেন, বাংলাদেশি আর রোহিঙ্গারা মমতা ব্যানার্জির সবচেয়ে বড় শক্তি। যা প্রবণতা দেখছি তাতে বাংলায় আর হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ নেই এবং তথ্য অনুযায়ী গোটা ভারতের অন্য এলাকার তুলনায় বাংলার মুসলিমরা সবচেয়ে গরিব আর বঞ্চিত। ভালো আরেকটা কাশ্মীর তৈরি হচ্ছে।

পরবর্তীতে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে রাবণের সঙ্গে তুলনা করে এই অভিনেত্রী। টুইটে কঙ্গনা লিখেছিলেন, ‘খলনায়ক হতে গেলে পরাক্রমী রাবণের মতো হন। ঠিক যেমন মমতা দিদি’।

অভিনেত্রীর এ মন্তব্য মেনে নিতে পারেনি নেটিজেনরা। তার বিরুদ্ধে পাল্টা সরব হন অনেকে।

এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৪ মে) সাময়িক সময়ের জন্য বন্ধ করা হয়েছে কঙ্গনা রানাওয়াতের টুইটার অ্যাকাউন্ট। কারণ হিসেবে টুইটার কর্তৃপক্ষ উল্লেখ করেছে, টুইটার ব্যবহারের নীতিমালা মানছেন না কঙ্গনা। তাই তার অ্যাকাউন্ডটি স্থগিত করা হয়েছে।

কঙ্গনার অ্যাকাউন্ট সাসপেন্ড করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কঙ্গনা বিরোধী অনেকে।