বরগুনায় জেলা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত শতাধিক

বরগুনায় শোক দিবসের অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সংঘর্ষ থামাতে পুলিশের বেধড়ক লাঠিচার্জে কমপক্ষে শতাধিক আহত হয়েছেন।

সোমবার সকালে জেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রবেশের সময় ছাত্রলীগের পদবঞ্চিতরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল মারতে থাকে। এ সময় সভাপতি-সাধারণ সম্পাদকের সমর্থকরা পাল্টা প্রতিহত করলে দু’গ্রুপের মধ্য শিল্পকলা একাডেমীর দু’তলায় সংঘর্ষ শুরু হয়। দু’তলা থেকে নিচে পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট ছুড়লে গাড়ির সামনের গ্লাস ফেটে যায়। এ সময় পুলিশ সংঘর্ষ থামাতে বেধড়ক লাঠিচার্জ শুরু করলে কমপক্ষে শতাধিক আহত হয়।
সংঘর্ষ চলাকালে বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শমভু সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত সাধারণ অতিথিদের মধ্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ বরগুনা নৌ-বন্দরে বিশেষ অভিযান চালিয়ে ৫টি রামদা উদ্ধার করে।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী হোসেন বলেন, এ ঘটনায় কেউ আটক বা মামলা হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।