বরগুনায় ৫ম শ্রেণির পিএসসি সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ না করেও শাকেরা জিপিএ- ২ পেয়ে উত্তীর্ন

আবুল হাসান বেল্লাল, বিশেষ প্রতিনিধি: ৫ম শ্রেণির প্রাইমারী স্কুল সার্টিফিকেট (পিএসসি) পরীক্ষায় অংশ গ্রহণ না করেও এবার জিপিএ-২ পেয়ে উত্তীর্ন হয়েছে এক ছাত্রী। বরগুনা সদর উপজেলার ১৪ নং পূর্ব গুদিঘাটা নূরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভূয়া ছাত্র/ছাত্রীদের নামে জালজালিয়াতি ও দুর্নীতি মূলক উপায়ে উপবৃত্তির টাকা উত্তোলন, বিতরন এবং উপবৃত্তি প্রদান প্রক্রিয়ায় ব্যাপক অনিয়মের সংবাদ পেয়ে এ প্রতিনিধি গত ২৬/০৭/২০১৬ ইং তারিখ বরগুনা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো: আসাদুজ্জামানের নিকট ১৪ নং পূর্ব গুদিঘাটা নূরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০০৭ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণির উপবৃত্তি প্রাপ্ত ছাত্র/ছাত্রীদের নামের তালিকা ও উপবৃত্তির নীতিমালার ফটোকপি চেয়ে তথ্য অধিকার আইন ২০০৯ এর ৮(১) ধারার ভিত্তিতে তথ্য প্রাপ্তির আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে মো: আসাদুজ্জামান কর্তৃক প্রধান শিক্ষক মো: আবুল হোসেনকে চাহিত তথ্য সরবরাহের জন্য উশিঅ/বরগুনা সদর/৬৩৫ নং স্মারকে ২০/০৯/২০১৬ ইং তারিখ পত্র দেওয়া হয়। প্রধান শিক্ষক মো: আবুল হোসেন তথ্য না দিলে উশিঅ/বরগুনা সদর/৬৬৩ নং স্মারকে ০৯/১০/২০১৬ ইং তারিখ মোতাবেক কৈফিয়ত তলব করে তথ্য দেওয়ার জন্য পূনরায় পত্র দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য সরবরাহ না করায় এ প্রতিনিধি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক বরাবরে তথ্য অধিকার আইনে তথ্য প্রাপ্তির জন্য আপীল আবেদন করেন। আপীলের প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালকের পক্ষে উপ-পরিচালক (সংস্থাপন) ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (আরটিআই) এ,এইচ,এম গোলাম কিবরিয়া কর্তৃক ২৫/১০/২০১৬ ইং তারিখ ৩৮.০০.০০০০.১০৭.১৭.০৩.১৪-১৩৫১ নং স্মারকে বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আব্দুল মজিদকে পত্র দেওয়া হয়। এরপর উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো: আসাদুজ্জামান গত ০২/১১/২০১৬ ইং তারিখ উশিঅ/বরগুনা সদর/৭০৭ নং স্মারকে চাহিত তথ্যের আংশিক প্রদান করেন। চাহিত তথ্যের মধ্যে ২০১০/২০১১/২০১৩/২০১৪/২০১৫/২০১৬ ইং সালের উপবৃত্তির তালিকা (চাহিদা) এবং নীতিমালার ফটোকপি সরবরাহ করা হয়। প্রাপ্ত উপবৃত্তির তালিকা বিশ্লেষন এবং সরেজমিনে অনুসন্ধান করে বিদ্যালয়টিতে জালজালিয়াতি মূলক উপায়ে অগ্রনী ব্যাংক বরগুনা শাখায় ভূয়া ছাত্র/ছাত্রীদের নামে একাউন্ট (হিসাব) খুলে উপবৃত্তির টাকা উত্তোলন, উপবৃত্তির প্রদান প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির গুরুত্বপূর্ন প্রমান পাওয়া যায়। এ বিষয়ে বরগুনা সরকারি কলেজের বিবিএস তৃতীয় বর্ষের ছ্রাত্রের নামে প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেণিতে উপবৃত্তি উত্তোলন এবং ৮ম শ্রেণিতে পাশ করা ছাত্রীর নামে ৪র্থ ও ৫ম শ্রেণিতে উপবৃত্তির টাকা উত্তোলন শিরোনামে অনুসন্ধানী ধারাবাহিক প্রতিবেদনের ১ম ও ২য় পর্ব প্রকাশিত হয়েছে। অনুসন্ধান অব্যাহত রেখে বিদ্যালয়টিতে বিভিন্ন বিষয়ে ব্যাপক দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। অনুসন্ধানকালে বরগুনা সদর উপজেলার ৩নং ফুলঝুড়ী ইউনিয়নের সাহেবের হাওলা গ্রামের মো: খোকন মিয়া এবং মা শিল্পী বেগমের মেয়ে মো: শাকেরা আক্তারকে ২০১৫ সালের উপবৃত্তির তালিকায় বরগুনা সদর উপজেলার ১৪ নং পূর্ব গুদিঘাটা নূরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী দেখানো হয়। একই বছর অর্থাৎ ২০১৫ সালের ৫ম শ্রেণির পিএসসি পরীক্ষার বোর্ড রোল – ১৩৮৮/১৫, আইডি নং- ১১২০১৫৫০৪০৩০১৩৮৮ তে শাকেরা জিপিএ-২ পেয়ে উত্তীর্ন হওয়ার প্রমাণ পাওয়া যায়। কিন্তু শাকেরা বরগুনা সদর উপজেলার ৭১ নং মধ্য সাহেবের হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৬ সালের ৪র্থ শ্রেণির এবং ২০১৭ সালে বর্তমানে ৫ম শ্রেণির ছাত্রী হিসেবে অধ্যয়নরত আছে। এ বিষয়ে শাকেরার মা ও বাবার উপস্থিতিতে শাকেরার নিকট জানতে চাইলে সে বলে, আমি কোন স্কুল থেকে ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষায় অংশ গ্রহণ করি নাই। আমি বর্তমানে এই স্কুলে (৭১ নং মধ্য সাহেবের হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়) ৫ম শ্রেণিতে পড়ি। শাকেরার বাবা মো: খোকন মিয়া ও মা শিল্পী বেগমের নিকট জানতে চাইলে তারা বলেন, আমার মেয়েকে ইতিপূর্বে আমরা কোন স্কুল থেকে ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষায় অংশ গ্রহণ করাইনি। যদি আমার মেয়ের নামে কোন ছাত্রীর দ্বারা ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষা দেওয়ানো হয় এতে কোন সমস্যা হলে আমরা কেউ দায়ী থাকবো না। ৭১ নং মধ্য সাহেবের হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা: শিউলী আক্তার পপি এ প্রতিনিধিকে জানান, শাকেরা আমার বিদ্যালয়ে ২০১৬ সালের ৪র্থ শ্রেণি এবং বর্তমানে ২০১৭ সালে ৫ম শ্রেণিতে অধ্যয়নরত আছে। আমি শুনেছি যে, শাকেরা ২০১৫ সালে ১৪ নং পূর্ব গুদিঘাটা নূরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণির পিএসপি পরীক্ষায় জিপিএ-২ পেয়ে উত্তীর্ন হয়েছে। এ ব্যাপারে শাকেরা, শাকেরার মা ও বাবা আমার নিকট লিখিত অঙ্গীকারনামা দিয়ে জানিয়েছেন শাকেরা ইতিপূর্বে কোন বিদ্যালয় থেকে ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে নাই। ১৪ নং পূর্ব গুদিঘাটা নূরিয়া স: প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল হোসেনের নিকট জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেস্টা করেন এবং এ প্রতিনিধিকে অনৈতিক কাজের প্রস্থাব দেন। সংশ্লিষ্ট বিদ্যালয়ের সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো: মনির হোসেনের নিকট জানতে চাইলে তিনি বলেন, সব স্কুলেই কম-বেশী উপবৃত্তিতে অনিয়ম আছে। ভূয়া ছাত্রীর দ্বারা অন্য ছাত্রীকে ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষায় অংশ গ্রহন করানো আইনত দন্ডনীয় অপরাধ। এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভূয়া ছাত্র/ছাত্রীদেরকে ৫ম শ্রেণির পিএসসি পরীক্ষায় অংশগ্রহন করিয়ে অন্য ছাত্র/ছাত্রীকে পরীক্ষায় পাশ করানো, ভূয়া ছাত্র/ছাত্রীর নামে উপবৃত্তির টাকা উত্তোলন পূর্বক আতœসাতের ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সরকার যথাযথ আইনী পদক্ষেপ গ্রহণ করে একটি দৃষ্টান্ত স্থাপন করবেন। এটাই বর্তমান সময়ের দাবী।

অনসন্ধানী ধারাবাহিক প্রতিবেদনের ৩য় পর্ব চলবে…………………………..