বরগুনা জেলায় ঈদ-উল-আযহা উপলক্ষে জাতীয় দলের অধিনায়ক এর ফুটবল খেলা

এইচ এম কাওসার মাদবার বরগুনা প্রতিনিধি: বাঙালি জাতীর সবচেয়ে  প্রিয় খেলা ফুটবল। জীবননগর উপজেলা বরাবরই ফুটবল খেলায় অগ্রগামী। এক সময় বরগুনা জেলার বেতাগী উপজেলার কৃতি সন্তান মাহফুজুর রহমান লিটু  একজন ফুটবল খেলোয়াড় দেশ খ্যাত ছিল । বরগুনা বেতাগী উপজেলার প্রতি বছর ফুটবলের বড় বড় আসর হয়।দেশ বরেণ্য ফুটবলারগণ উক্ত আসর গুলো অংশ নিয়ে থাকেন। ফুটবল মাঠ কানায় কানায় দর্শকে ভরে যায়। সে দৃশ্য দেখে বুঝা যায় এ এলাকার মানুষ কতটা ফুটবল প্রেমী। মানুষ প্রাণ খুলে বিনোদন করে। ক্রিকেটের ক্ষেত্রেও বর্তমান এ উপজেলা বেশ এগিয়ে।হাডুডুগ্রামবাংলার একটি বহুল প্রচলিত খেলা। এ খেলা বাংলাদেশের জাতীয় খেলা হিসেবে স্বীকৃতি পেলে বর্তমান খুব একটা অনুষ্ঠান হয়না। কয়েক বছর আগে গরু , খাসি, মহিষ বিবিধ পুরস্কার ঘোষণায় হাডুডু খেলা গ্রাম এলাকায় আয়োজন হতে দেখা যেত কিন্তু ইদানিং  তেমন আর শোনা যায় না। কিন্তু তা খুব নগণ্য । তবে এ খেলা সহ অন্যান্য যে সব খেলা রয়েছে এ উপজেলায় ক্রিকেট ফুটবল খেলার বড় বড় আসর বসতে দেখা যায়। মোকামিয়া ফুটবল সংগঠনটি ঈদুল আযহা উপলক্ষে আজকের এই খেলার আয়োজন করেন। ও উপজেলায় যুবকদের মাঝে খেলার প্রতি আগ্রহ উদ্যোগের জন্যই আজকের আয়োজন। যাতে যুবকরা মাদকাসক্ত না হতে পারে। এজন্যই সকলেই এক কাছে দাঁড়িয়ে আজকের খেলা উপহার দিয়েছেন। যাতে করে ভবিষ্যৎ প্রজন্মের মাঝে সংস্কৃতি চর্চার আগ্রহ তৈরি হয়। আজকের খেলায় মোট গোল সংখ্যা চারটি। গ্রুপ এ দল মোট গোল করেন  তিনটি এবং গ্রুপ বি দল গোল করেন একটি। সর্বমোট উক্ত খেলায় চার টি গোল করেন উভয় দল। উক্ত খেলায় অংশগ্রহণ করেন , বাংলাদেশের ফুটবল দলের অধিনায়ক জনাব  ফিরোজ মাহমুদ হোসেন টিটু, বরগুনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব নাহিদুল ইসলাম লিটু, ৪ নং মোকামিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সুজন মল্লিক, ৪ নং মোকামিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি জনাব জালাল উদ্দিন সাহেব সহ অত্র উপজেলার সম্মানিত ব্যক্তি বর্গ। আজকে খেলায় অংশগ্রহণকারী খেলার ছিলেন যারা

গ্রুপ-এ
১ শ্রী গণপতি মাঝি
২ ফিরোজ মাহমুদ হোসেন টিটু
৩ মাহাবুর আলম সুজন ৪ শাহ আলম হাওলাদার ৫ নাসির উদ্দিন মারুফ ৬ বাবু রঞ্জন মন্ডল ৭ গুরুদাস মিত্র ৮ আব্দুল ওয়াহাব মাস্টার ৯ মালেক হাওলাদার ১০মোহাম্মদ ইউসুফ ১১মোঃ শহিদ হালদার ১২আব্দুল জলিল মৃধা ১৩জালাল মেম্বার ১৪বশির আকন ১৫মাসুদ আলম ১৬টিপু সুলতান ১৭নাহিদ মাহমুদ লিটু ১৮ মিজানুর রহমান ১৯মিঠু খলিফা ২০মাহবুবুর রহমান মুন্সী ২১ মাহফুজ মৃধা

গ্রুপ-বি
১ জাহাঙ্গীর গাজী ২ হাফিজুর রহমান চুন্নু ৩ জসিম উদ্দিন শানু ৪ খলিলুর রহমান খান ৫ ইউসুফ আলী মাস্টার ৬ আবুল হোসেন বেপারী ৭ গাজী মোঃ জালাল আহমেদ ৮ মজিবুর রহমান শানু মোল্লা ৯ সুভাষ চন্দ্র অধিকারী ১০ রমেশ মন্ডল ১১ ইকবাল হাওলাদার ১২ বাদল হাওলাদার ১৩ দুলাল মৃধা ১৪ ইন্দ্রজিৎ রায় ১৫ দুলাল হাওলাদার ১৬ সেলিম হাওলাদার ১৭ আব্দুর রহিম গ্রামীণ ব্যাংক ১৮ দুলাল শিকদার আশা ব্যাংক ১৯ আব্দুল হালিম ২০ মাহফুজুর রহমান দিপু ২১ মোঃ শিপন আকন

ফলাফল
গ্রুপ-এ দল তিনটি গোল করে
গ্রুপ-বি দল একটি গোল করে
দুই গোলে এগিয়ে থেকে গ্রুপ এ দল চ্যাম্পিয়ন হয়। গ্রুপ এ’ দলের হয়ে দুটি গোল করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ফিরোজ মাহমুদ হোসেন টিটু।