বরগুনা সরকারি কলেজের বিবিএস তৃতীয় বর্ষের ছাত্রের নামে প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণিতে উপবৃত্তি উত্তোলন

আবুল হাসান বেল্লাল, বিশেষ প্রতিনিধি: বরগুনা সরকারি কলেজের বিবিএস তৃতীয় বর্ষের ছাত্র মো: তারেক মিয়াকে বরগুনা সদর উপজেলার ১৪ নং পূর্ব গুদিঘাটা নূরিয়া  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০১৩ সালের উপবৃত্তির তালিকায় ২য় শ্রেণির ছাত্র দেখানো হয়েছে। অগ্রনী ব্যাংক বরগুনা শাখায় তার নামে ১৪৪০/১৩ নং হিসাবের মাধ্যমে উপবৃত্তির টাকা উত্তোলন করা হয়। গত ২৬/০৭/২০১৬ ইং তারিখ থেকে বিদ্যালয়টিতে উপবৃত্তি প্রদান প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম এবং ভুয়া ছাত্র/ছাত্রীদের নামে উপবৃত্তির টাকা উত্তোলন পূর্বক আতœসাতের বিষয়ে অনুসন্ধান করা হয়। দীর্ঘদিন অনুসন্ধানের পর ভুয়া ছাত্র/ছাত্রীদের নামে উপবৃত্তির টাকা আতœসাতের প্রমান পাওয়া যায়। অনুসন্ধানকালে জানা যায়, বরগুনা সদর উপজেলার ৩নং ফুলঝুড়ি ইউনিয়নের সাহেবের হাওলা গ্রামের মো: আলাউদ্দিন ও মা শেফালী বেগমের ছেলে বরগুনা সরকারি কলেজের বিবিএস তৃতীয় বর্ষের ছাত্র। তার ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের রেজি: নং- ১৩১০৪০৪১৭১৬ (জাতীয় বিশ্ববিদ্যালয়)। ২০১০ সালে এস,এস,সি রোল নং- ৮০৪২৬২, রেজি: নং- ৭৯৪৪৪০ এবং ২০১৩ সালে এইচ,এস,সি রোল নং- ৮১৫১১২, রেজি: নং- ৩৩০৫৭৩, বরিশাল বোর্ড। এ বিষয়ে ১৪ নং পূর্ব গুদিঘাটা নূরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল হোসেন এর নিকট জানতে চাইলে তিনি বলেন, এ রকম কিছু হয়েছে কিনা তা আমার জানা নাই। তারেকের নিকট জানতে চাইলে সে বলেন, ২০১০ সালে আমি এস,এস,সি পাশ করেছি। ২০১২ সালে আমি এইচ,এস,সি পরীক্ষা দিয়া অকৃতকার্য হওয়ায় ২০১৩ সালে আমি এইচ,এস,সি পাশ করি। বর্তমানে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বরগুনা সরকারি কলেজে বিবিএস তৃতীয় বর্ষের ছাত্র। আমি কখনোই ১৪ নং পূর্ব গুদিঘাটা নূরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিলাম না। আমি বরগুনা সদর উপজেলার ৭১ নং মধ্য সাহেবের হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত পড়াশুনা করেছি। কিন্তু ১৪নং পূর্ব গুদিঘাটা নূরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ২০১৩ সালে আমাকে ২য় শ্রেণির ছাত্র দেখিয়ে উপবৃত্তির টাকা তুলেছেন কিনা এ বিষয়ে আমি কিছুই জানি না।

৭১ নং মধ্য সাহেবের হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা: শিউলী আক্তার পপি জানান, তারেক আমার বিদ্যালয়ের ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণির ছাত্র ছিল। ভুয়া শিক্ষার্থীর নামে উপবৃত্তির টাকা উত্তোলন করা হলে আইনগত ব্যবস্থা সর্ম্পকে জানতে চাইলে উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো: আসাদুজ্জামান এ প্রতিনিধিকে বলেন, এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় শাস্তি মূলক ব্যবস্থা সহ অন্যান্য আইন মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।

অনুসন্ধানি ধারাবাহিক প্রতিবেদনের ১ম পর্ব – চলবে ………………………