বরিশালে মোমবাতি-আগরবাতি তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছে নারায়ন

এম এ হান্নান বরিশাল  ব্যুরো:

আর মাত্র হাতেগোনা কয়েকদিন পরেই দেশজুড়ে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের বড় উৎসব দুর্গাপূজা। দুর্গাপূজার সমাপ্তির পরেই পূর্ণিমা তিথিতে লক্ষ্মীপূজা। লক্ষ্মীপূজার কয়েকদিন পরেই কালীপুজা। পূজার বিভিন্ন উপকরণের মধ্যে অন্যতম মোমবাতি ও আগরবাতি। এসময় মোমবাতি ও আগরবাতির চাহিদা বেশি থাকায় কারিগররাও বসে নেই। বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের বাগধা গ্রামের দাসপাড়ায় নারায়ণ দাস, তার স্ত্রী ঊষা দাস ও ছেলে অঞ্জন দাসকে নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন মোমবাতি-আগরবাতি তৈরির কাজে। নারায়ণ দাস জানান, ভারত গিয়ে তিনি মোমবাতি-আগরবাতি তৈরির কাজ শেখেন। ১৫ বছর পূর্বে অল্পপরিসরে নিজের বাড়িতে গড়ে তুলেছেন মোমবাতি-আগরবাতি তৈরির ক্ষুদ্র কারখানা ‘দাস প্রোডাক্টস’। পৃষ্টপোষকতা পেলে নারায়ণ দাসের মোমবাতি ও আগরবাতির কারখানায় অসংখ্য বেকার যুবকের কর্মসংস্থান সম্ভব। পরপর তিনটি পূজা উৎসবকে সামনে রেখে নারায়ণ দাস আগরবাতি-মোমবাতির উৎপাদন বৃদ্ধি করে উপজেলার বিভিন্ন হাট-বাজারসহ হারতা বন্দর, বানারীপাড়া, স্বরূপকাঠী, পিরোজপুর, ঝালকাঠীসহ দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন হাট-বাজারে বিক্রী করছেন। এসব হাট-বাজারে নারায়ণ দাসের তৈরি করা মোমবাতি-আগরবাতির ব্যাপক চাহিদা থাকলেও মূলধন স্বল্পতার কারণে ঊৎপাদন বাড়াতে পারছেন না। নারায়ণ দাস জানান, তিনি সরকারের কাছ থেকে সহজশর্তে ঋণ সহায়তা পেলে নিজেই গড়ে তুলবেন মাঝারী আকারের কুটির শিল্প।###