বরিশালে ৫ দোকান ও ২ ব্যক্তিকে জরিমানা

জেলা প্রতিবেদকঃ করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) প্রতিরোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে বরিশালে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৪ এপ্রিল) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদা ও মো. আতাউর রাব্বী পুলিশ ও র‌্যাবের সহায়তায় বরিশাল নগরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালান।

এসময় সরকারি নির্দেশ অমান্য করে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখা, জনসমাগম করা এবং অপ্রয়োজনে রাস্তায় বের হওয়ার কারনে ৫ দোকান মালিক ও ২ ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অভিযানে করোনা ভাইরাস সংক্রমণ এঁড়াতে জনগনকে নিজ নিজ ঘরে থাকতে প্রচারণা চালানোর পাশাপাশি স্বাস্থ্য নির্দেশনা না মানলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন ভ্রাম্যমান আদালত।