বরিশাল দূর্গাসাগর পাড়ে হরিনের বিচরন

এম এ হান্নান,বরিশাল :
প্রাকৃতিক সৌন্দর্য্য রক্ষার পাশাপাশি উৎপাদনমুখী হওয়ার জন্য জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশার ঐতিহ্যবাহী দূর্গাসাগর পাড়ের বাগানে শুক্রবার সকালে হরিণের বিচরন ঘটানো হয়েছে। পাশাপাশি কয়েক’শ হাঁস পালনেরও উদ্যোগ নেয়া হয়েছে। এমনটাই জানিয়েছেন বরিশালের ডিজিটাল জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামান। তিনি জানান, এরআগে প্রায় ৯ মন রুই-কাতলাসহ বিভিন্ন প্রজাতের মাছ দূর্গাসাগরে অবমুক্ত করা হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য্য রক্ষার পাশাপাশি উৎপাদনমুখী হওয়ার জন্য এবার হাঁস পালন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া দূর্গাসাগরে আসা দর্শনার্থীদের জন্য শুক্রবার সকালে দুইটি হরিনের বিচরণ ঘটানো হয়েছে। তিনি আরও জানান, বাগেরহাটের জেলা প্রশাসনের পক্ষ থেকে এ হরিন দুটি বরিশাল জেলা প্রশাসনকে দেয়া হয়েছে। অপরদিকে দীর্ঘদিনের অবহেলিত দূর্গাসাগর দীঘিতে পর্যটকদের নিরাপত্তার জন্য চলতি বছরের শুরুতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া সাগর পাড়ে ওয়াকওয়ের রোডলাইট সংস্কার কাজ এগিয়ে চলেছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দূর্গাসাগরে নানান প্রতিকূলতার কারনে গত কয়েকবছর ধরে শীতকালে অতিথি পাখির আগমন তেমন একটা দেখা যায়না। একটা সময় ছিলো দূর্গাসাগর এলাকায় পাখিদের কলকাকলিতে মুখরিতো ছিলো। আর এ পাখির জন্য পর্যটকদের উপচে পড়া ভীড়ও ছিলো। স্থানীয়দের মতে, ২০০৭ সালের সিডরের পর থেকে পাখির সংখ্যা যেমন কমতে থাকে তেমনি বাকলা চন্দ্রদ্বীপ রাজাদের এ আবাসস্থলে পর্যটকদের উপস্থিতিও কমতে থাকে। আর বর্তমানে অতিথি পাখির অবস্থান শুণ্যের কোঠায় এসে পৌঁছেছে। সূত্রমতে, বানারীপাড়া-বরিশাল সড়কের পাশে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের দূর্গাসাগরের অবস্থান। ১৭৮০ খ্রিষ্টাব্দে চন্দ্রদ্বীপ পরগনার তৎকালীন রাজা শীবনারায়ণ এলাকাবাসীর পানির সংকট নিরসনে স্ত্রী দূর্গারানীর নামানুসারে দূর্গাসাগর দীঘি খনন করেন। যা পরবর্তীতে ১৯৭৪ সালে দ্বিতীয়বারের মতো খনন করা হয়। ৪৫.৫৫ একর জমির মধ্যে দ্বীপসহ জলভাগের পরিমান ২৭.৩৮ একর এবং স্থলভাগের পরিমান ১৮.০৪ একর। দীঘির চারপাশে ও মাঝের দ্বীপটিতে বিভিন্ন প্রজাতির ফলজ, ঔষধী ও বনজ বৃক্ষ রয়েছে। এছাড়া দীঘির চারিপাশ দিয়ে ১.৬ কিলোমিটার ওয়াকওয়ে রয়েছে। তিনটি সান বাঁধানো ঘাট ও মধ্যখানে দ্বীপবিশিষ্ট এ দীঘিটি সর্বশেষ ১৯৯৭ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত সংস্কার করা হয়। সংস্কার ও সময়ের সাথে সাথে দূর্গাসাগর হয়ে ওঠে পর্যটনস্পটে। অনুপম নৈশর্গিক পরিবেশ বৃক্ষশোভিত ও পাখির কলোকাকলিতে মুখরিত দূর্গাসাগরে আসতে শুরু করে দূর দূরান্তের দর্শনার্থীরা। এছাড়া হিন্দু ধর্মালম্বীদের দূর্গাস্নান উৎসবও হয় এ দীঘিতে। সময়ের সাথে সাথে জেলা প্রশাসনের তত্বাবধায়নে এ সাগরের রক্ষনাবেক্ষন ও আয়ের উৎস হিসেবে ঠিক করা হয় প্রবেশ ফি। আবার পিকনিক করার জন্য এখানে যারা আসেন তাদের জন্য রয়েছে আলাদা চার্জ। তবে এখানে সৌখিন মাছ শিকারীদের আনাগোনা বেশি থাকায় রয়েছে মৎস শিকারের জন্যও সু-ব্যবস্থা। সর্বশেষ ২০১৬ সালে আবারো ঐতিহ্যবাহী এ দূর্গাসাগরটি দৃষ্টিনন্দন ও পর্যটক নির্ভর করার জন্য নানামুখী পদক্ষেপ নিয়ে কাজ শুরু করে জেলা প্রশাসন।