‘বর্তমান নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে সহিংসতা শূন্যের কোঠায় নেমে এসেছে’

বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) অধীনে নির্বাচনে সহিংসতা শূন্যের কোঠায় নেমে এসেছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ‘বর্তমান ইসির অধীনে নির্বাচনে সহিংসতা শূন্যের কোঠায়। ইসি এ ধারাবাহিকতা ধরে রাখতে চায়।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেলে রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

রসিক নির্বাচন নিয়ে সিইসি বলেন, ব্যালটের তুলনায় ইভিএমে ভোটগ্রহণ ধীরগতিতে হয়েছে, তবে বিকেল ৪টা পর্যন্ত প্রায় ৫৬ শতাংশ ভোট পড়েছে। লাইনে প্রচুর মানুষ হওয়ায় ভোটগ্রহণ শেষ হতে সন্ধ্যা ৭-৮ বাজতে পারে।

সময় পার হয়ে যাওয়ার পরও, অনেক কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়নি এ বিষয়ে তিনি বলেন, ধীরগতির পেছনে অন্য কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখবে ইসি।

প্রায় ৩শ কিলোমিটার দূর থেকে প্রযুক্তি ব্যবহার করে রংপুর সিটি নির্বাচন পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন। এ কাজে ব্যবহার হচ্ছে ১ হাজার ৮০৭ টি ক্লোজ সার্কিট ক্যামেরা। কেন্দ্রের প্রাঙ্গণ থেকে শুরু করে ভোটকক্ষ স্বচ্ছ ক্যামেরার চোখে ধরা পড়ছে ভোটগ্রহণের পুরো চিত্র। নির্বাচন সুষ্ঠু করতেই তথ্য প্রযুক্তির এমন ব্যবহার, জানালেন সিইসি।

নির্বাচনে কোনো ধরনের সহিংস কিংবা অপ্রীতিকর ঘটনা না ঘটায় স্বস্তিও প্রকাশ করেন তিনি।