বর্বর মিয়ানমার সেনাবাহিনীর বিচার করতে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী ওলামা লীগের সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ আখতার হোসেন বুখারী মিয়ানমারের চলমান রোহিঙ্গা সংকট প্রসঙ্গে বলেছেন, বর্বর মিয়ানমার সেনাবাহিনীর বিচার করতে আন্তর্জাতিক আদালতে মামলা করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগসহ সমমাননা ১৩ দলের মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রোহিঙ্গা গণহত্যা বন্ধে আরাকানে শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করতে হবে। মিয়ানমারের ওপর অর্থনৈতিক ও সামরিক অবরোধ আরোপ করতে হবে।

আখতার হোসেন বলেন, শান্তিতে নোবেল পাওয়ার সবচেয়ে উপযুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেননা তিনি লাখ লাখ মজলুম রোহিঙ্গা মুসলমানদের বাংলাদেশে আশ্রয় দিয়েছেন, খাওয়া পরার ব্যবস্থা করেছেন। রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠায় তিনি যে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন ইতিহাসে তা নজিরবিহীন।

মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসান শেখ শরীয়তপুরী, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা আব্দুস সাত্তার, ওলামা লীগের দপ্তর সম্পাদক মাওলানা শওকত আলী শেখ ছিলিমপুরী প্রমুখ বক্তব্য রাখেন।